কক্সবাজার ১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জনমত গড়ে তুলতে পারলে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা সম্ভব : সংস্কার কমিশন প্রধান

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০১:০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • / ১৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান, আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান বলেছেন, জনমত গড়ে তুলতে পারলে স্বাধীন ও হস্তক্ষেপমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

তিনি বলেন, প্রভাবমুক্ত বিচার বিভাগের জন্য জনমত গড়ে তুলতে হবে।

 

 

 

 

সোমবার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সংস্কার কমিশনের তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান বলেন, ‘বিচার বিভাগ সংস্কার করতে হলে সময় দিয়ে করা যাবে না। এটা একটা চলমান প্রক্রিয়া। সময় আসবে, একটি সমস্যা আসবে, এটার মোকাবেলা করতে হবে। সংস্কার চলতে দেয়া উচিৎ।’

বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান বলেন, ‘আমরা অগ্রাধিকারের ভিত্তিতে এজেন্ডা ঠিক করেছি। আমাদের এক নম্বর এজেন্ডা হলো আমরা অধস্তন আদালতের বিচার কার্যক্রমে দেখা যায় অনেক ক্রটি বিচ্যুতি আমরা দেখতে পাচ্ছি। আমাদের কাছে এসেছে। আমরা সেটা নিয়ে আলাপ আলোচনায় বসেছি। সেখান থেকে আমরা কিভাবে দ্রুত মামলা নিষ্পত্তি করা যায়, সেজন্য কি ধরনের পদক্ষেপ নেয়া উচিৎ সেটা নিয়ে আজ আমরা আলাপ আলোচনা করেছি। একই সাথে আমরা আরেকটি আলোচনা করেছি। সেটি হলো হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগ দেয়ার ব্যাপারে একটি গাইডলাইন বা নিয়োগ বিধি তৈরি করে দেয়া। আর মামলার জন্য যারা আদালতে আসেন। তারা আদালতে আসলে দিশে হারা হয়ে যান। বিশেষ করে খরচ পাতির জন্য। আর ফৌজদারী মামলায় যারা আদালতে আসেন। তাদের অবস্থাটা আমাদের অনেকেরই অভিজ্ঞতা আছে যে উনারা খরচ কুলিয়ে উঠতে পারেন না। সেখানে তাদের কিভাবে রিলিফ দেয়া যায়। যেমন আছে লিগ্যাল এইড, অনেক এনজিও আছে। উনারা সাহায্য সহযোগিতা করেন। আগামীকাল থেকে আমরা এই দু’টি এজেন্ডার ব্যাপারে বিস্তারিত আলোচনা করব।’

 

 

তিনি বলেন, ‘আমাদের কাজ হলো রিকমেন্ড করা। আমরাদের কাজ কিন্তু আইন তৈরি করা নয়। রিকমেন্ড করা। উপদেষ্টা পরিষদ আছেন। উনারা সেটা বিচার বিবেচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ যা নেয়ার উনারা নেবেন।’

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য হাইকোর্টের সাবেক বিচারপতি এমদাদুল হক ও বিচারপতি ফরিদ আহমেদ শিবলী, সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ মাসদার হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী তানিম হোসেন শাওন প্রমুখ।

সূত্র: নয়া দিগন্ত

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জনমত গড়ে তুলতে পারলে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা সম্ভব : সংস্কার কমিশন প্রধান

আপডেট সময় ০১:০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

অনলাইন ডেস্ক:

বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান, আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান বলেছেন, জনমত গড়ে তুলতে পারলে স্বাধীন ও হস্তক্ষেপমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

তিনি বলেন, প্রভাবমুক্ত বিচার বিভাগের জন্য জনমত গড়ে তুলতে হবে।

 

 

 

 

সোমবার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সংস্কার কমিশনের তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান বলেন, ‘বিচার বিভাগ সংস্কার করতে হলে সময় দিয়ে করা যাবে না। এটা একটা চলমান প্রক্রিয়া। সময় আসবে, একটি সমস্যা আসবে, এটার মোকাবেলা করতে হবে। সংস্কার চলতে দেয়া উচিৎ।’

বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান বলেন, ‘আমরা অগ্রাধিকারের ভিত্তিতে এজেন্ডা ঠিক করেছি। আমাদের এক নম্বর এজেন্ডা হলো আমরা অধস্তন আদালতের বিচার কার্যক্রমে দেখা যায় অনেক ক্রটি বিচ্যুতি আমরা দেখতে পাচ্ছি। আমাদের কাছে এসেছে। আমরা সেটা নিয়ে আলাপ আলোচনায় বসেছি। সেখান থেকে আমরা কিভাবে দ্রুত মামলা নিষ্পত্তি করা যায়, সেজন্য কি ধরনের পদক্ষেপ নেয়া উচিৎ সেটা নিয়ে আজ আমরা আলাপ আলোচনা করেছি। একই সাথে আমরা আরেকটি আলোচনা করেছি। সেটি হলো হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগ দেয়ার ব্যাপারে একটি গাইডলাইন বা নিয়োগ বিধি তৈরি করে দেয়া। আর মামলার জন্য যারা আদালতে আসেন। তারা আদালতে আসলে দিশে হারা হয়ে যান। বিশেষ করে খরচ পাতির জন্য। আর ফৌজদারী মামলায় যারা আদালতে আসেন। তাদের অবস্থাটা আমাদের অনেকেরই অভিজ্ঞতা আছে যে উনারা খরচ কুলিয়ে উঠতে পারেন না। সেখানে তাদের কিভাবে রিলিফ দেয়া যায়। যেমন আছে লিগ্যাল এইড, অনেক এনজিও আছে। উনারা সাহায্য সহযোগিতা করেন। আগামীকাল থেকে আমরা এই দু’টি এজেন্ডার ব্যাপারে বিস্তারিত আলোচনা করব।’

 

 

তিনি বলেন, ‘আমাদের কাজ হলো রিকমেন্ড করা। আমরাদের কাজ কিন্তু আইন তৈরি করা নয়। রিকমেন্ড করা। উপদেষ্টা পরিষদ আছেন। উনারা সেটা বিচার বিবেচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ যা নেয়ার উনারা নেবেন।’

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য হাইকোর্টের সাবেক বিচারপতি এমদাদুল হক ও বিচারপতি ফরিদ আহমেদ শিবলী, সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ মাসদার হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী তানিম হোসেন শাওন প্রমুখ।

সূত্র: নয়া দিগন্ত