কক্সবাজার ০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইনসাফপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে প্রাক্তন ছাত্র নেতৃবৃন্দের মেধা ও যোগ্যতার পূর্ণ বিনিয়োগ করতে হবে

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১২:৫৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • / ৪১ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি:

বাংলাদেশে এই পরিবর্তিত প্রেক্ষাপটেও আমরা খুব কঠিন পরিবেশে অবস্থান করছি। এদেশকে যারা ব্যর্থ করতে চায়, তাদের ষড়যন্ত্র আমাদেরকে রুখে দিতে হবে। এদেশের মানুষ বিশ্বাস করে রাষ্ট্রীয় দায়িত্ব এমন সব লোকের ওপর আসতে হবে, যারা মানুষের মুক্তির জন্য, ভাগ্য উন্নয়নে নিজেদের সর্বোচ্চটুকু ঢেলে দিয়ে কাজ করবে। তারা দায়িত্ব পালনকালে যদি রাষ্ট্রীয় কোষাগারের সব সম্পদও পায় সেখান থেকে একটি পয়সাও নিজের জন্য খরচ করার সময় আল্লাহর ভয় তার অন্তরে এমনভাবে জাগ্রত হবে, এই সম্পদ ভক্ষণ তো দূরের কথা, তা স্পর্শ করার সময়ও তার হাত-পা কেঁপে উঠবে। এ ধরনের নেতৃত্ব ছাড়া এই জাতির চূড়ান্ত মুক্তি কখনো সম্ভব নয়। তাই ইনসাফপূর্ণ জনবান্ধব বাংলাদেশ বিনির্মানে সাবেক ছাত্র নেতৃবৃন্দর মেধা-যোগ্যতার পূর্ণ বিনিয়োগ করতে হবে।

আজ ২০ অক্টোবর’২৪ (রবিবার) কক্সবাজার জেলা জামায়াতের ঈদগাঁও উপজেলা আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের প্রাক্তন সাথী ও সদস্যদের মিলনমেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলামী আন্দোলনের এই কাফেলায় যারা নেতৃত্ব দিয়েছেন, যারা ইসলামী আন্দোলনের জন্য কাজ করেছেন, তাদের কারো না কারো চোখের পানি মহান রাব্বুল আলামিন কবুল করেছেন। হয়তোবা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী অথবা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ অথবা শহীদ আব্দুল মালেকের রক্ত আল্লাহ কবুল করেছেন অথবা সেদিন রাজপথে অবুঝ শিশু তার মায়ের কোলে চড়ে রাজপথ যখন এসেছিলেন এরকম কোন মাসুম শিশুর চাহনি হয়তো আল্লাহর তাআলার কাছে ভালো লেগেছিল যার কারণে আজ আমরা এই ধরনের পরিবেশ লাভ করেছি।

ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সেলিম উল্লাহ জিহাদির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও হোয়াইক্ষং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, জেলা নায়েবে আমীর মুফতি মাওলানা হাবিবুল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান এড. সলিম উল্লাহ বাহাদুর, সাবেক ছাত্রনেতা ব্যরিষ্টার সরওয়ার কামাল, ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোছাইন, বান্দরবান জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফারুক আহমদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইনসাফপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে প্রাক্তন ছাত্র নেতৃবৃন্দের মেধা ও যোগ্যতার পূর্ণ বিনিয়োগ করতে হবে

আপডেট সময় ১২:৫৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

সংবাদ বিজ্ঞপ্তি:

বাংলাদেশে এই পরিবর্তিত প্রেক্ষাপটেও আমরা খুব কঠিন পরিবেশে অবস্থান করছি। এদেশকে যারা ব্যর্থ করতে চায়, তাদের ষড়যন্ত্র আমাদেরকে রুখে দিতে হবে। এদেশের মানুষ বিশ্বাস করে রাষ্ট্রীয় দায়িত্ব এমন সব লোকের ওপর আসতে হবে, যারা মানুষের মুক্তির জন্য, ভাগ্য উন্নয়নে নিজেদের সর্বোচ্চটুকু ঢেলে দিয়ে কাজ করবে। তারা দায়িত্ব পালনকালে যদি রাষ্ট্রীয় কোষাগারের সব সম্পদও পায় সেখান থেকে একটি পয়সাও নিজের জন্য খরচ করার সময় আল্লাহর ভয় তার অন্তরে এমনভাবে জাগ্রত হবে, এই সম্পদ ভক্ষণ তো দূরের কথা, তা স্পর্শ করার সময়ও তার হাত-পা কেঁপে উঠবে। এ ধরনের নেতৃত্ব ছাড়া এই জাতির চূড়ান্ত মুক্তি কখনো সম্ভব নয়। তাই ইনসাফপূর্ণ জনবান্ধব বাংলাদেশ বিনির্মানে সাবেক ছাত্র নেতৃবৃন্দর মেধা-যোগ্যতার পূর্ণ বিনিয়োগ করতে হবে।

আজ ২০ অক্টোবর’২৪ (রবিবার) কক্সবাজার জেলা জামায়াতের ঈদগাঁও উপজেলা আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের প্রাক্তন সাথী ও সদস্যদের মিলনমেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলামী আন্দোলনের এই কাফেলায় যারা নেতৃত্ব দিয়েছেন, যারা ইসলামী আন্দোলনের জন্য কাজ করেছেন, তাদের কারো না কারো চোখের পানি মহান রাব্বুল আলামিন কবুল করেছেন। হয়তোবা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী অথবা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ অথবা শহীদ আব্দুল মালেকের রক্ত আল্লাহ কবুল করেছেন অথবা সেদিন রাজপথে অবুঝ শিশু তার মায়ের কোলে চড়ে রাজপথ যখন এসেছিলেন এরকম কোন মাসুম শিশুর চাহনি হয়তো আল্লাহর তাআলার কাছে ভালো লেগেছিল যার কারণে আজ আমরা এই ধরনের পরিবেশ লাভ করেছি।

ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সেলিম উল্লাহ জিহাদির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও হোয়াইক্ষং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, জেলা নায়েবে আমীর মুফতি মাওলানা হাবিবুল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান এড. সলিম উল্লাহ বাহাদুর, সাবেক ছাত্রনেতা ব্যরিষ্টার সরওয়ার কামাল, ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোছাইন, বান্দরবান জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফারুক আহমদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।