টেকনাফ উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠকে জেলা আমীর আনোয়ারী
ইসলামের সার্বজনীন সৌন্দর্য মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে কল্যাণকর বাংলাদেশ গড়তে হবে
- আপডেট সময় ১০:৫০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- / ২১ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, ইসলাম আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবন বিধান। ইসলামের সার্বজনীন সৌন্দর্য মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে কল্যাণকর বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে। জামায়াতে ইসলামী এদেশের মানুষকে একটি কল্যাণকর রাষ্ট্র উপহার দিতে কাজ চালিয়ে যাচ্ছে। সম্ভাবনাময়ী বাংলাদেশ কে দুর্নীতি ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। ১৭ নভেম্বর অনুষ্ঠিত টেকনাফ পৌরসভা, টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়ন দায়িত্বশীলদের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা রফিক উল্লাহ , উপজেলা বায়তুলমাল সম্পাদক মুহাম্মাদ হোছাইন।
উপস্থিত ছিলেন পৌর সভাপতি শাহ মুহাম্মাদ জুবাইর, উপজেলা কর্ম পরিষদ সদস্য ও যুব বিভাগের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, পৌর সহ সভাপতি ইসমাঈল কমিশনার ,শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সেক্রেটারি জায়নত উল্লাহ, সদর ইউনিয়ন সভাপতি মাওলানা নাসির উদ্দিন , সাবরাং ইউনিয়ন সভাপতি মাওলানা জহির আহমদসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।