মহান বিজয় দিবস উপলক্ষ্যে
চকরিয়া ও পেকুয়া উপজেলা জামায়াতের আলোচনা সভা
- আপডেট সময় ১০:৪০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / ২৩ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া ও পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে পৃথক পৃথক ভাবে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেছেন, স্বাধীনতার পর থেকে এক শ্রেণির মতলববাজ রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ও পেশাজীবীরা পরিকল্পিত মিথ্যা বয়ান তৈরি করে দেশের মানুষ কে বিভক্ত করে রেখেছিল। মিথ্যাচার ও দলীয় দৃষ্টিভঙ্গির আলোকে ইতিহাস রচনা করে দেশের নতুন প্রজন্মকে বিভ্রান্ত করে রেখেছিল। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে বিগত সময়ের শাসকরা দেশ পরিচালনা করেছিল। ছাত্র -জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান নতুন বাংলাদেশে এবারের বিজয় দিবস ভিন্ন আঙ্গিকে উদযাপন হচ্ছে। একটি ঐক্যবদ্ধ জাতি গঠনে এবারের বিজয় দিবস তাৎপর্য বহন করছে। তাই বিজয়ের সুবাতাস মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে জামায়াতে ইসলামী জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এদেশের প্রতি ইঞ্চি মাটিতে যে কোন ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছি।
চকরিয়া উপজেলা:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলা আমীর মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পেকুয়া উপজেলা:
সদর ইউনিয়নের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর মাওলানা রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমীর মাস্টার আবুল কালাম আজাদ, নায়েবে আমীর ডাঃ জে এম শাহাবুদ্দিন। এসময় উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মালুমঘাট ইউনিয়ন:
চকরিয়া উপজেলা মালুমঘাট সাংগঠনিক ইউনিয়নের উদ্যোগে বিজয় দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সভাপতি মুহাম্মদ জমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ সাঈদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন।