আইনজীবী শাখার প্রতিনিধি সভায় জেলা আমীর আনোয়ারী
আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় ভূমিকা পালন করতে হবে

- আপডেট সময় ০১:০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ৩২ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, দীর্ঘ সাড়ে পনেরো বছর দেশে আইনের শাসন ও মানবাধিকার বলতে কিছুই ছিল না। ভূলুণ্ঠিত মানবাধিকার পুনরুদ্ধারে জামায়াতে ইসলামী দীর্ঘ সময় থেকে কাজ চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আইনজীবীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। দেশের সকল শ্রেণি-পেশার নাগরিকের জন্য আইনী সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, আমরা বাংলাদেশ কে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে গড়ে তুলতে চাই। সকল ধরনের বৈষম্য ও বিভেদের বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় উচ্চকিত থাকবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুখী, সমৃদ্ধশালী ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর।
জামায়াতে ইসলামী কক্সবাজার আইনজীবী শাখার উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আইনজীবী শাখা সভাপতি জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, অ্যাডভোকেট সলিম উল্লাহ বাহাদুর ও অ্যাডভোকেট দেলাওয়ার হোসাইন প্রমুখ।