কক্সবাজার সরকারি মহিলা কলেজে নতুন অধ্যক্ষের যোগদান

- আপডেট সময় ১১:৫০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / ৫৩ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি:
০৭ মে ২০২৫ ( বুধবার) কক্সবাজার সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন প্রফেসর মোহাম্মদ ছলিমুর রহমান। এ সময় কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: অহিদুল ইসলাম ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
পরবর্তীতে, কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার, কক্সবাজার সরকারি মহিলা কলেজের বাংলা ও অর্থনীতি বিভাগ, অধ্যক্ষ এম.ডি. নূর উল্লাহ চৌধুরী ছাত্রীনিবাস, অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম ছাত্রীনিবাস ও কর্মচারী কল্যাণ পরিষদ ফুলেল শুভেচ্ছা জানান।
অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ছলিমুর রহমান ১৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা। চাকুরি জীবনে তিনি চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি ও জামালপুরে বিভিন্ন কলেজে অধ্যাপনা করেছেন। তিনি কক্সবাজার জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি কলেজে ৭ বছর ৭ মাস (কর্মরতদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময়) উপাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন, এর মধ্যে ১ বছর ৩ মাস ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সাতকানিয়া সরকারি কলেজে হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।