মহেশখালীতে হিন্দু-বৌদ্ধ সম্প্রীতি সমাবেশে ড. হামিদুর রহমান আযাদ
জুলাই সনদ সম্পন্ন করে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে

- আপডেট সময় ১২:১৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
- / ৮৩ বার পড়া হয়েছে
সংবাদ বিজ্ঞপ্তিঃ
জুলাই সনদ সম্পন্ন করে নির্বাচনী পরিবেশ তৈরির আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জননেতা ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন একমাত্র ইসলামই সকল ধর্মের মানুষের অধিকার ও সম্মান সংরক্ষণ করে নিরাপত্তা নিশ্চিত করেছে। তিনি আরো বলেন, এতোদিন জামায়াতে ইসলামী সম্পর্কে অন্য ধর্মাবলম্বীদের মাঝে অপপ্রচার চালিয়েছিল একটি স্বার্থান্বেষী মহল। সময়ের বিবর্তনে জামায়াতে ইসলামী এখন সকল অপবাদ ও অপপ্রচারের উর্ধ্বে উঠে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হয়েছে। এরপরও ষড়যন্ত্র ও অপপ্রচার থেমে নেই। তাই সকল বাধাবিপত্তি অতিক্রম করে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হব। ডক্টর হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই বিপ্লবে হাজারো ছাত্র-জনতার রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত সফলতা কখনো বৃথা যেতে পারেনা। জুলাই বিপ্লব কোন দলের একক অর্জন নয়। আল্লাহর সাহায্যে সকলের সম্মিলিত সহযোগিতার প্রচেষ্টায় ফ্যাসিস্টদের শোচনীয় বিদায় হয়েছে। এখন যারা জুলাই বিপ্লবের সফলতা কে একক অর্জন দাবি করে তারা তখন দেশে ছিল কিনা প্রশ্ন করেন তিনি। গতকাল ১০ জুন মঙ্গলবার মহেশখালী উপজেলা পরিষদ হল রুমে মহেশখালী হিন্দু -বৌদ্ধ সম্প্রীতি পরিষদ কর্তৃক আয়োজিত হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় ডক্টর হামিদুর রহমান আযাদ উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব। আমাদের আচার ব্যবহার, কাজে কর্মেও সেরা হতে হবে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। ইসলাম ধর্মই সকল নাগরিকের সম্মান ও অধিকার নিশ্চিত করেছে। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে চাঁদাবাজ, দখলবাজ ও শোষণ মুক্ত এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে সকল কে এগিয়ে আসতে হব। ডক্টর হামিদুর রহমান আযাদ আরো বলেন, পৃথিবীর ইতিহাসে একমাত্র লিখিত সংবিধান মদিনা সনদ। রাসূল স. মদিনা সনদের মাধ্যমে সকল ধর্ম ও গোত্রের মানুষদের নিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও সুন্দর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। যেখানে সকল ধর্ম ও গোত্রের মানুষ গুলো তাদের নিজ নিজ অধিকার ভোগ করেছিলেন ঠিক বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই মদিনা সনদের আলোকে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে।
ডক্টর আযাদ বলেন, মহেশখালীর ভুমি সংরক্ষণের মাধ্যমে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে মহেশখালীর উন্নয়ন দৃশ্যমান করতে মহেশখালী – কক্সবাজার সেতু নির্মাণ কাজ দ্রূত বাস্তবায়ন করতে হবে। ডক্টর হামিদুর
রহমান আযাদ জুলাই বিপ্লবের সনদ সম্পন্ন করে দ্রুত সময়ে নির্বাচনের পরিবেশ তৈরি করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান। হিন্দু ধর্মীয় ট্রাষ্টি বোর্ডের সদস্য বাবু পরিমল শীলের সভাপতিত্বে বাবু রাজিব কান্তি দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোছাইন, মহেশখালী উপজেলা দক্ষিণের আমীর মাস্টার শামিম ইকবাল, ব্যাংক কর্মকর্তা শহিদুল ইমরান, মহেশখালী উপজেলা দক্ষিণের সেক্রেটারি মৌলানা আব্দুর রহিম, ওলামা বিভাগ সভাপতি কুতুব উদ্দিন, শ্রমিক কল্যাণ উপজেলা দক্ষিণ সভাপতি ডাঃ ওসমান সরওয়ার, মহেশখালী পৌরসভা সভাপতি কাউন্সিলর মোতাহের হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, ব্যবসায়ি আলমগীর, শ্রমিক নেতা আব্দুল খালেক, প্রদীপ দে শ্রীধাম, ছাত্র নেতা নারায়ণ দে,সুকুমার দে, লক্ষি চরন দে, ওতালা মং সহ হিন্দু ও বৌদ্ধ ধর্মের বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।