চকরিয়ায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

- আপডেট সময় ০৪:০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী ভরাচর এলাকার একটি জোয়ার-ভাটা খালে লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, লাশটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মৃত ব্যক্তিকে এর আগে এলাকাজুড়ে ঘোরাফেরা করতে দেখা গেছে। অনেকেই ধারণা করছেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার সকালে কয়েকজন কৃষক খালে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়দের জানান।
বিকেল ৩টা পর্যন্ত লাশটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে।
চকরিয়া থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং লাশের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।