কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
জ্ঞানার্জন ও চারিত্রিক উৎকর্ষ সাধনের মাধ্যমে দেশ গঠনে মেধাবীদের এগিয়ে আসতে হবে

- আপডেট সময় ১০:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে
কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
“জ্ঞানার্জন ও চারিত্রিক উৎকর্ষ সাধনের মাধ্যমে দেশ গঠনে মেধাবীদের এগিয়ে আসতে হবে”
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার সরকারি কলেজ শাখার উদ্যোগে এস এস সি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ সেক্রেটারি জসিম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি সাবেক জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আল আমীন মু. সিরাজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী আবু তালহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কলেজ সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, জেলা বারের নির্বাচিত সদস্য অ্যাডভোকেট আকতারুল আলম ছোটন, মাওলানা ছৈয়দ হেলাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন, জ্ঞানার্জন ও চারিত্রিক উৎকর্ষ সাধনের মাধ্যমে দেশ গঠনে মেধাবীদের এগিয়ে আসতে হবে। মেধার সাথে ধর্মীয় মূল্যবোধ কে কাজে লাগালে শিক্ষার্থীরা সোনার মানুষে পরিণত হবে। সমাজে সোনার মানুষ গড়ার শ্লোগান আছে কিন্তু সোনার মানুষ তৈরীর উদ্যোগ ও ব্যবস্থাপনা নেই। ইসলামী ছাত্রশিবির জ্ঞানার্জন ও চরিত্র গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে সম্ভাবনায় বাংলাদেশ কে বদলে দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। তিনি ছাত্রশিবিরের গঠনমূলক কাজে নিজেদের সম্পৃক্ত করে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে মেধাবীদের এগিয়ে আসার আহ্বান জানান। অতিথিবৃন্দ উপস্থিত সকল কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও গিফট বক্স তুলে দেন।