টৈটং জামায়াতের কর্মী সম্মেলনে আব্দুল্লাহ আল ফারুক
দেশ কে দুর্নীতিমুক্ত করাই জামায়াতের প্রধান লক্ষ্য

- আপডেট সময় ০১:০০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি:
চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, ইনসাফ, ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠার জন্য জনগণকে এগিয়ে আসতে হবে। তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, দেশের সকল অনিয়ম, অসঙ্গতি, জুলুম ও দুর্নীতি দমন করার জন্য আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিন।
শুক্রবার, ১৫ আগস্ট কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইউনিয়ন জামায়াতের এক কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
টৈটং ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আনছার উল্লাহ’র সভাপতিত্ব অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ।
প্রধান অতিথি আব্দুল্লাহ আল ফারুক আরো বলেন,
স্বাধীনতার পর ৫৪ বছর পার হলেও দূর্নীতির কারণে দেশের কাংখিত উন্নয়ন ও জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। জামায়াত ক্ষমতায় গেলে দেশকে দূর্নীতি মুক্ত করা হবে প্রধান লক্ষ্য।
সম্মেলনে বক্তাগণ চকরিয়া-পেকুয়ায় জামায়াতের অতীত সাফল্যের কথাও তুলে ধরেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জামায়াত সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছিলেন। এবার সেই বিজয়কে পূণরুদ্ধার করার জন্য নেতাকর্মীদের নিরলস ভূমিকা পালন করার জন্য নেতৃবৃন্দ আহবান জানান।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের শূরা সদস্য মাস্টার আবুল কালাম আজাদ, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা এ.এইচ.এম. বদিউল আলম, ইসলামি আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আজগর আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর জেএম শাহাবুদ্দিন, সেক্রেটারি নুরুল কবির, সহকারী সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি হাসান শরীফ চৌধুরী, জেলা শিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ আবদুল মজিদ আরমান, ইসলামী ছাত্রশিবির পেকুয়া উপজেলার সভাপতি মুহাম্মদ আব্দু রশিদ, সাবেক সভাপতি শাহাদাত মোস্তফা প্রমুখ।
সম্মেলনটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জিয়াউল হক শফিকী। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিরাও সম্মেলনে বক্তব্য রাখেন।