আঠাশ অক্টোবরের শহীদদের স্মরণে কক্সবাজার শহর জামায়াতের আলোচনা সভায় মুহাম্মদ শাহজাহান
২৮ অক্টোবর আওয়ামী লগি বৈঠার পৈশাচিকতা দেখে বিশ্ব বিবেক স্তব্ধ হয়ে পড়েছিল

- আপডেট সময় ১১:০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / ৮৪ বার পড়া হয়েছে
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লগি বৈঠার পৈশাচিকতা দেখে বিশ্ব বিবেক স্তব্ধ হয়ে পড়েছিল। সেদিন খুনের নেশায় মত্ত হয়ে শেখ হাসিনার নির্দেশে যুবলীগ, ছাত্রলীগসহ পেশাদার খুনিদের দিয়ে আ’লীগ জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছিল। মানুষ হয়ে মৃত মানুষের লাশের উপর নৃত্য করে আ’লীগ সেই দিন অমানবিকতার নিকৃষ্ট নজির স্থাপন করেছিল শো। কোন সুস্থ ও বিবেকবান মানুষের পক্ষে এহেন ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করা সম্ভব নয়। সেদিন দেশব্যাপী আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশের গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার দীর্ঘ সাড়ে পনেরো বছর নির্বাসিত হয়ে পড়েছিল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভিনদেশী প্রভুর কাছে বিকিয়ে দিয়ে আ’লীগ জনগণ কে শাসনের নামে শোষণ, উন্নয়নের নামে লুটপাট চালিয়েছে। ৫ আগস্ট ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার পলায়নে মজলুম, নির্যাতিত ও গণতন্ত্রমনা মানুষের মনে আশার সঞ্চার হয়েছে। দেশের মানুষ এখন নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে। বৈষম্য মুক্ত শাসন ও সমাজ প্রতিষ্ঠার পথ খুঁজছে। জামায়াতে ইসলামী দেশের গণতন্ত্রমনা ও মুক্তিকামী মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখা আয়োজিত ২৬ অক্টোবর বিকেলে কক্সবাজার পাবলিক হলে অনুষ্ঠিত ২৮ অক্টোবর শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শহর আমীর আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা সাংগঠনিক সেক্রেটারি শামসুল আলম বাহাদুর ও জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী।
প্রধান অতিথি আরো বলেছেন, আঃ, লীগের সাড়ে পনেরো বছরের শাসনামলে দেশের সর্বক্ষেত্রে বৈষম্যের দেওয়াল দিয়ে রেখেছিল। স্বাধীনতার পক্ষ- বিপক্ষের ধোঁয়া তুলে জাতিকে বিভক্ত করে রেখেছিল। দেশ পরিণত হয়েছিল এক দল ও এক নেতার চারণভূমি। ভিন্নমত ও দলের জন্য ছিল না নূন্যতম কোন স্পেস। সমাজের সর্বত্র বিভেদ ও বৈষম্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। এহেন পরিস্থিতি থেকে উত্তরণে আমাদের তরুণ প্রজন্ম বুকের তাজা রক্ত দিয়ে দেশ কে ফ্যাসিবাদ মুক্ত করেছে। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে সকল হত্যাকান্ডের বিচার চায়। ২৮ অক্টোবর হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকান্ড, হেফাজত ইসলামের নেতাকর্মী হত্যাকাণ্ড থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সকল খূনিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
কক্সবাজার শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, পেশাজীবী শাখা সেক্রেটারী কামরুল হাসান, সাবেক কক্সবাজার পৌর মেয়র সরওয়ার কামাল, শহর জামায়াত সাংগঠনিক সেক্রেটারি দরবেশ আলী, শহর শ্রমিক কল্যাণ সভাপতি সরওয়ার কামাল সিকদার, সদর এসিসটেন্ট সেক্রেটারি আজিজুর রহমান প্রমূখ।