রাজা পালং ইউনিয়ন জামাতের সহযোগী সদস্য সম্মেলনে জেলা আমির আনোয়ারী
সুশাসন ও মানবাধিকার নিশ্চিত করতে জামায়াত কাজ চালিয়ে যাচ্ছে
- আপডেট সময় ০১:০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- / ২০ বার পড়া হয়েছে
সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশে দীর্ঘ সাড়ে পনেরো বছর জুলুম, নির্যাতন, দুর্নীতি ও সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচালিত হয়েছিল। আওয়ামী লুটেরা ব্যাংক বিমাসহ সকল আর্থিক প্রতিষ্ঠান থেকে বিদেশে টাকা পাচার করে দেশের অর্থনীতিকে তলানিতে নিয়ে গিয়েছে। সিন্ডিকেটের কবলে পড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে । সকল ক্ষেত্রে আওয়ামী সিন্ডিকেট এখনো সক্রিয়। আমরা সরকারকে কঠোর নজরদারির মাধ্যমে আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি সচেতন জনগণকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা রাজা পালং ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের উদ্যোগে ২৬ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ওয়ার্ড সভাপতি মাওলানা কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ পরিষদ সদস্য মোঃ শাহজাহান, উখিয়া উপজেলা আমির মৌলানা আবুল ফজল, নায়েবে আমির মাওলানা নুরুল হক, রাজা পালং ইউনিয়ন আমির মোহাম্মদ রুহুল আমিন। প্রধান অতিথি আরো বলেন, আওয়ামী লীগের শাসনামলে দেশে আইনের শাসন, মানবাধিকার ও গণতন্ত্র নির্বাসিত হয়েছিল। দলীয়করণ ও আত্মীয় করণের মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থাকে জিম্মি করে ফেলেছিল। এহেন পরিস্থিতি থেকে তরুণ প্রজন্মের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ সত্যিকারের স্বাধীনতা ফিরে পেয়েছে। আমরা এই স্বাধীনতাকে সর্বোচ্চ কাজে লাগিয়ে দেশে সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করেছি। সম্মেলনে ৪ নম্বর ওয়ার্ডের বিপুল মানুষ অংশগ্রহণ করেন।