কক্সবাজার ১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
কুতুবদিয়া উপজেলা জামায়াতের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে হামিদ আযাদ

জাতীয় ঐক্যের ভিত্তিতে সুখী- সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১০:৫৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • / ৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলার শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি-সেক্রেটারী, ইউনিট সভাপতি-সেক্রেটারীদের নিয়ে দায়িত্বশীল সমাবেশ আজ সকাল ১০.০০টায় ইলহাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।উপজেলা আমীর ও সাবেক চেয়ারম্যান আ স ম শাহরিয়ার চৌধুরীর সভাপতিত্ত্ব অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন “ফ্যাসিবাদ ও বৈষম্য বিরোধী ছাত্র – জনতার আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষ শামিল হয়েছিল। আন্দোলনের নেতৃত্বের কৃতিত্ব যুবসমাজের। যাদের জীবনের বিনিময়ে দেশবাসী জুলুম থেকে মুক্তি পেয়েছি সেই সব বীর শহীদদেরকে জামায়াতে ইসলামী দলীয়ভাবে বিবেচনা করে না। তাঁরা জাতীয় বীর।

 

তিনি আরও বলেন, জনগণ দেশে বিভক্ত দেখতে চায় না। তারা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চায়। জামায়াতে ইসলামী দল-মতের ঊর্দ্ধে উঠে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সুখী সমৃদ্বশালী বাংলাদেশ গড়তে চাই। দেশে দল-মতের ভিন্নতা থাকলেও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যিতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ৫ আগষ্টের গণভূ্ত্থ্যাণের পর নানামূখী যড়যন্ত্র মাথা চাড়া দিয়ে ওঠছে। দেশের জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে।”

 

 

 

হামিদ আযাদ আরো বলেন, “শেখ হাসিনার সরকার বিচারের নামে প্রহসন করে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে পরিকল্পিতভাবে খুন করেছে। জামায়াতের কেন্দ্রীয় অফিসসহ সারাদেশের সকল অফিস বন্ধ করে দিয়েছে। গায়ের জোরেজামায়াতের নিবন্ধন এবং প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। বুলডোজার দিয়ে নেতা কর্মীদের বাড়ি-ঘর মাটির সাথে মিশিয়ে দিয়েছে। চব্বিশের ছাত্রজনতার আন্দোলনে দিশেহারা হয়ে শেষ পর্যন্ত জামায়াত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু শেখ হাসিনাকে শুধু ক্ষমতাই ছাড়তে হয়নি, ছাত্র-জনতার আন্দোলনের ভয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

 

তিনি বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) মক্কা থেকে হিজরতের পরে যেভাবে ইসলামের জন্য আল্লাহ তায়ালা দুয়ার খুলে দিয়েছিলেন, তেমনি ৫ আগস্টের পর আমাদের জন্য সম্ভাবনার অবারিত সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ বিপুল সম্ভাবনার দেশ। জাতি এদেশে একটি ইনসাফপূর্ণ সমাজ চায়। গোটা জাতি জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে। জাতিকে হতাশ করা যাবেনা। তাদেরকে আশাবাদী করতে হবে। সবার ঘরে ইসলামের দাওয়াত পৌঁছোনোর পাশাপাশি সংগঠনকে শক্তিশলী করতে হবে।বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়ঘোপ ইউনিয়ন শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত-

 

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলা উপজেলা সেক্রেটারী মাওলানা নুরুল আমিন, অর্থ সম্পাদক মাওলানা আব্দুস সাত্তার, অফিস সম্পাদক মাষ্টার হাবিব উল্লাহ, বড়ঘোপ ইউনিয়নের সেক্রেটারী শামসুল আলম, অর্থ সম্পাদক আহমদ নূর, কুতুবদিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মনছুর আলমসহ অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুতুবদিয়া উপজেলা জামায়াতের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে হামিদ আযাদ

জাতীয় ঐক্যের ভিত্তিতে সুখী- সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ

আপডেট সময় ১০:৫৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

নিজস্ব সংবাদদাতা:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলার শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি-সেক্রেটারী, ইউনিট সভাপতি-সেক্রেটারীদের নিয়ে দায়িত্বশীল সমাবেশ আজ সকাল ১০.০০টায় ইলহাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।উপজেলা আমীর ও সাবেক চেয়ারম্যান আ স ম শাহরিয়ার চৌধুরীর সভাপতিত্ত্ব অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন “ফ্যাসিবাদ ও বৈষম্য বিরোধী ছাত্র – জনতার আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষ শামিল হয়েছিল। আন্দোলনের নেতৃত্বের কৃতিত্ব যুবসমাজের। যাদের জীবনের বিনিময়ে দেশবাসী জুলুম থেকে মুক্তি পেয়েছি সেই সব বীর শহীদদেরকে জামায়াতে ইসলামী দলীয়ভাবে বিবেচনা করে না। তাঁরা জাতীয় বীর।

 

তিনি আরও বলেন, জনগণ দেশে বিভক্ত দেখতে চায় না। তারা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চায়। জামায়াতে ইসলামী দল-মতের ঊর্দ্ধে উঠে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সুখী সমৃদ্বশালী বাংলাদেশ গড়তে চাই। দেশে দল-মতের ভিন্নতা থাকলেও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যিতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ৫ আগষ্টের গণভূ্ত্থ্যাণের পর নানামূখী যড়যন্ত্র মাথা চাড়া দিয়ে ওঠছে। দেশের জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে।”

 

 

 

হামিদ আযাদ আরো বলেন, “শেখ হাসিনার সরকার বিচারের নামে প্রহসন করে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে পরিকল্পিতভাবে খুন করেছে। জামায়াতের কেন্দ্রীয় অফিসসহ সারাদেশের সকল অফিস বন্ধ করে দিয়েছে। গায়ের জোরেজামায়াতের নিবন্ধন এবং প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। বুলডোজার দিয়ে নেতা কর্মীদের বাড়ি-ঘর মাটির সাথে মিশিয়ে দিয়েছে। চব্বিশের ছাত্রজনতার আন্দোলনে দিশেহারা হয়ে শেষ পর্যন্ত জামায়াত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু শেখ হাসিনাকে শুধু ক্ষমতাই ছাড়তে হয়নি, ছাত্র-জনতার আন্দোলনের ভয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

 

তিনি বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) মক্কা থেকে হিজরতের পরে যেভাবে ইসলামের জন্য আল্লাহ তায়ালা দুয়ার খুলে দিয়েছিলেন, তেমনি ৫ আগস্টের পর আমাদের জন্য সম্ভাবনার অবারিত সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ বিপুল সম্ভাবনার দেশ। জাতি এদেশে একটি ইনসাফপূর্ণ সমাজ চায়। গোটা জাতি জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে। জাতিকে হতাশ করা যাবেনা। তাদেরকে আশাবাদী করতে হবে। সবার ঘরে ইসলামের দাওয়াত পৌঁছোনোর পাশাপাশি সংগঠনকে শক্তিশলী করতে হবে।বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়ঘোপ ইউনিয়ন শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত-

 

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলা উপজেলা সেক্রেটারী মাওলানা নুরুল আমিন, অর্থ সম্পাদক মাওলানা আব্দুস সাত্তার, অফিস সম্পাদক মাষ্টার হাবিব উল্লাহ, বড়ঘোপ ইউনিয়নের সেক্রেটারী শামসুল আলম, অর্থ সম্পাদক আহমদ নূর, কুতুবদিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মনছুর আলমসহ অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।