কক্সবাজার ১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পেকুয়ায় জামায়াতের কর্মী সম্মেলনে মুহাম্মদ শাহজাহান

তারুণ্য নির্ভর বৈষম্যহীন রাষ্ট্র গঠন করবে জামায়াত

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:৩৪:২২ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • / ১৯ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আওয়ামী লীগ মীমাংসিত ইস্যুকে পুঁজি করে একেরপর এক জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করেছে। ছাত্রদের উপর গণহত্যা চালিয়ে দল হিসেবে আওয়ামী লীগ জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ করেছে। লগি-বৈঠা তাণ্ডবের মধ্যদিয়ে ক্ষমতায় এসে পনেরো বছর জনগণের উপর স্টীম রোলার চালিয়েছে। যার ধারাবাহিকতায় জুলাই বিপ্লবে নিরস্ত্র ছাত্র জনতার ওপর জমিন থেকে যেমন গুলি চালিয়েছে, তেমনিভাবে সমানে গুলি চালিয়েছে আকাশ থেকেও। তারা ফ্যাসিবাদী আচরণের নগ্ন বহিঃপ্রকাশ ঘটিয়েছে। বুকের তাজা রক্ত দিয়ে খুন ঝরিয়ে ৫ আগস্ট এসব আচরণের সমুচিত জবাব দিয়েছে ছাত্রজনতার সাথে দেশের সর্বস্তরের মানুষ। গণ আন্দোলনের মুখে ইতিহাসের নিষ্ঠুরতম স্বৈরাচার হাসিনাকে ভারতে পালিয়ে যেতে হয়েছে। তিনি বলেন, এসব সত্য অভিযোগে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস্ট খুনি হাসিনাকেও ন্যায় বিচারে ফাঁসিতে ঝুলতে হবে। এটা ছাড়া তার আর কোন পথ খোলা নেই। তিনি বলেন, এই পেকুয়া ইসলামী জাগরণের পেকুয়া। এখানে এক একটি মাহফিলে লাখো মানুষ হাজির হয়। যেখানে জনসাধারণকে জায়গা দেয়ার সুযোগ হয়না। এমন উর্বর ময়দানে আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে মানুষের কর্ণ কুহরে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে হবে। পেকুয়ায় ইসলামী নেতৃত্বের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকের বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ। তারুণ্য নির্ভর যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন সুন্দর রাষ্ট্র গঠন করবে জামায়াত।

শুক্রবার (১ নভেম্বর) বিকাল তিনটায় জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত পেকুয়া আনোয়ারুল উলুম মাদরাসা মাঠে বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বক্তব্যের মাঝখানে জামায়াত নেতা আবদুল্লাহ আল ফারুককে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।

দীর্ঘ ১৬বছর পর খোলা মাঠে পেকুয়ায় জামায়াতের কর্মী সম্মেলনে নেতাকর্মীদের মাঝে ফিরে আসে প্রাণচাঞ্চল্য। এতে ঢল নামে সর্বস্তরের সমর্থক শুভাকাঙ্খী শুভানুধ্যায়ীদের।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।


সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, জেলা সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক, জেলা যুব ও ক্রীড়া সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লব।

পেকুয়া উপজেলা জামায়াতের আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার মুহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর ছাবের আহমেদ ফারুকী, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মনজু, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা এ.এইচ.এম বদিউল আলম, জামায়াত নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌধুরী, নুর মোহাম্মদ, দিদারুল ইসলাম, সরফরাজ আল নেওয়াজ চৌধুরী প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পেকুয়ায় জামায়াতের কর্মী সম্মেলনে মুহাম্মদ শাহজাহান

তারুণ্য নির্ভর বৈষম্যহীন রাষ্ট্র গঠন করবে জামায়াত

আপডেট সময় ০৯:৩৪:২২ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

সংবাদ বিজ্ঞপ্তি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আওয়ামী লীগ মীমাংসিত ইস্যুকে পুঁজি করে একেরপর এক জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করেছে। ছাত্রদের উপর গণহত্যা চালিয়ে দল হিসেবে আওয়ামী লীগ জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ করেছে। লগি-বৈঠা তাণ্ডবের মধ্যদিয়ে ক্ষমতায় এসে পনেরো বছর জনগণের উপর স্টীম রোলার চালিয়েছে। যার ধারাবাহিকতায় জুলাই বিপ্লবে নিরস্ত্র ছাত্র জনতার ওপর জমিন থেকে যেমন গুলি চালিয়েছে, তেমনিভাবে সমানে গুলি চালিয়েছে আকাশ থেকেও। তারা ফ্যাসিবাদী আচরণের নগ্ন বহিঃপ্রকাশ ঘটিয়েছে। বুকের তাজা রক্ত দিয়ে খুন ঝরিয়ে ৫ আগস্ট এসব আচরণের সমুচিত জবাব দিয়েছে ছাত্রজনতার সাথে দেশের সর্বস্তরের মানুষ। গণ আন্দোলনের মুখে ইতিহাসের নিষ্ঠুরতম স্বৈরাচার হাসিনাকে ভারতে পালিয়ে যেতে হয়েছে। তিনি বলেন, এসব সত্য অভিযোগে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস্ট খুনি হাসিনাকেও ন্যায় বিচারে ফাঁসিতে ঝুলতে হবে। এটা ছাড়া তার আর কোন পথ খোলা নেই। তিনি বলেন, এই পেকুয়া ইসলামী জাগরণের পেকুয়া। এখানে এক একটি মাহফিলে লাখো মানুষ হাজির হয়। যেখানে জনসাধারণকে জায়গা দেয়ার সুযোগ হয়না। এমন উর্বর ময়দানে আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে মানুষের কর্ণ কুহরে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে হবে। পেকুয়ায় ইসলামী নেতৃত্বের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকের বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ। তারুণ্য নির্ভর যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন সুন্দর রাষ্ট্র গঠন করবে জামায়াত।

শুক্রবার (১ নভেম্বর) বিকাল তিনটায় জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত পেকুয়া আনোয়ারুল উলুম মাদরাসা মাঠে বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বক্তব্যের মাঝখানে জামায়াত নেতা আবদুল্লাহ আল ফারুককে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।

দীর্ঘ ১৬বছর পর খোলা মাঠে পেকুয়ায় জামায়াতের কর্মী সম্মেলনে নেতাকর্মীদের মাঝে ফিরে আসে প্রাণচাঞ্চল্য। এতে ঢল নামে সর্বস্তরের সমর্থক শুভাকাঙ্খী শুভানুধ্যায়ীদের।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।


সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, জেলা সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক, জেলা যুব ও ক্রীড়া সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লব।

পেকুয়া উপজেলা জামায়াতের আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার মুহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর ছাবের আহমেদ ফারুকী, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মনজু, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা এ.এইচ.এম বদিউল আলম, জামায়াত নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌধুরী, নুর মোহাম্মদ, দিদারুল ইসলাম, সরফরাজ আল নেওয়াজ চৌধুরী প্রমুখ।