প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন
কক্সবাজারে আইডিইবি’র ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় ০৩:২০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- / ৫২ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি:
বর্ণাঢ্য আয়োজন ও র্যালীর মাধ্যমে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) কক্সবাজার জেলার ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
১৩ নভেম্বর ২০২৪ বুধবার সকাল দশটায় জেলা পরিষদ সংলগ্ন পাবলিক লাইব্রেরি ময়দানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শত শত প্রকৌশলী ও অতিথি বৃন্দকে সাথে নিয়ে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। উদ্বোধন পরবর্তী প্রকৌশলীদের বিশাল র্যালি পাবলিক লাইব্রেরী মাঠ থেকে আরম্ভ হয়ে হোটেল- মোটেল রোডস্থ কক্সবাজার জেলা আইডিইবি কার্যালয় গিয়ে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে প্রকৌশলীদের বিশাল র্যালি পুনরায় পাবলিক লাইব্রেরী হলে গিয়ে সমাপ্ত হয় এবং সকল প্রকৌশলী প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় যোগদান করেন। আইডিবি’র কক্সবাজার জেলা সভাপতি প্রকৌশলী নেছার আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিইবি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলি কাজী সাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোঃ জয়নুল আবেদীন, মোহাম্মদ আব্দুল্লাহ টিটু।
বক্তারা আইডিইবির বিভিন্ন দাবি-দাওয়া ও অধিকারের কথা তুলে ধরেন। স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী প্রদিপ্ত খীসা। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকৌশলী মোস্তফা মুন্সি, কক্সবাজার জেলা সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার (রোডস এন্ড হাইওয়ে), প্রকৌশলী রমিজুর রহমান, প্রকৌশলী রমজান ইসলাম রুবেল, প্রকৌশলী ইমরান এবং সমাপনী বক্তব্য রাখেন আইডিইবি’র জেলা সেক্রেটারি প্রকৌশলী হেলাল মোর্শেদ সোহাগ। সঞ্চালনা করেন প্রকৌশলী মোঃ জাবেরুল গনি। উক্ত অনুষ্ঠান থেকে ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সুন্দর করার জন্য আয়োজক কমিটি এবং সর্বস্তরের প্রকৌশলীবৃন্দকে শুকরিয়া ও মোবারকবাদ জানানো হয়।