কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধের সময়সূচি
- আপডেট সময় ১০:৩৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
- / ১৭ বার পড়া হয়েছে
সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) উদ্যোগে শীত মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ১১ কেভি ফিডারের মেরামত ও রক্ষণাবেক্ষণ এবং লাইনের কাছাকাছি গাছপালার শাখা-প্রশাখা কর্তন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ কাজের জন্য নির্ধারিত এলাকায় সাময়িক বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সংযোগ বন্ধের সময়সূচি:
১৪ ডিসেম্বর (শনিবার):
সময়: সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত
এলাকা: সদর হাসপাতাল, এসপি অফিস, ডিসি অফিস, হিল টপ ও হিল ডাউন সার্কিট হাউজ, বিটিসিএল, সড়ক ও জনপথ অফিস, স্টেডিয়াম পাড়া, শহীদ মিনার রোড, মুক্তিযোদ্ধা মাঠ, সিকদার পাড়া, বড়ুয়া পাড়া, বিজিবি ক্যাম্প এলাকা, চৌধুরী পাড়া, সাবমেরিন ক্যাবল অফিস সংলগ্ন এলাকা, এস এম পাড়া, গোদার পাড়া, খুরুস্কুল রাস্তার মাথা ও সংলগ্ন এলাকা।
১৫ ডিসেম্বর (রবিবার):
সময়: সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত
এলাকা: সমিতি পাড়া, নাজিরার টেক, বিয়াম ফাউন্ডেশন, শুটকি মহল, সমিতি বাজার, বিমান বাহিনী ঘাঁটি, প্রন হ্যাচারি, সৈকত আবাসিক এলাকা (ব্লক বি ও সি), উত্তর আদর্শগ্রাম ও সংলগ্ন এলাকা।
১৬ ডিসেম্বর (সোমবার):
সময়: সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত
এলাকা: পেশকারপাড়া সুইচ গেট, ম্যালেরিয়া অফিস রোড, বার্মিজ স্কুল রোড, কাজী অফিস রোড, সৈকত টাওয়ার এলাকা, বাজারঘাটা, বড়মসজিদ এলাকা, কামারপট্টি, চাউল বাজার রোড, পৌর সুপার মার্কেট, সমিতি পাড়া, নাজিরার টেক, বিয়াম ফাউন্ডেশন, শুটকি মহল, সমিতি বাজার, বিমান বাহিনী ঘাঁটি ও প্রন হ্যাচারি।
১৭ ডিসেম্বর (মঙ্গলবার):
সময়: সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত
এলাকা: কলাতলী এ ব্লক, লাইট হাউস, গণপূর্ত অফিস থেকে কউক অফিস এলাকা, ঝাউতলা, গাড়ির মাঠ, এয়ারপোর্ট রোড, নুনিয়ারছড়া ও সংলগ্ন এলাকা।
১৮ ডিসেম্বর (বুধবার):
সময়: সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত
এলাকা: সৈকত আবাসিক এলাকা (ব্লক এ, বি ও সি), এয়ারপোর্ট, উত্তর আদর্শগ্রাম, সুগন্ধা-লাবণী পয়েন্ট ও সংলগ্ন এলাকা।
১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার):
সময়: সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত
এলাকা: হাজীপাড়া, দক্ষিণ ডিক্কুল, দক্ষিণ রুমালিয়ার ছড়া, হাসেমিয়া মাদ্রাসা, গরু হালদা রোড, সিটি কলেজ, আলির জাহালের রাস্তার দক্ষিণ পাশ, সাহিত্যিকা পল্লী, বাস টার্মিনাল, পুলিশ লাইন, সিএনজি ফিলিং স্টেশন, বৌদ্ধমন্দির রোড, গোলদিঘীর পাড়, বায়তুশ শরফ রোড, বৈল্লাপাড়া, ঘোনার পাড়া, বৈদ্যঘোনা, মোহাজের পাড়া, হাসপাতাল সড়ক, আইবিপি মাঠ ও সংলগ্ন এলাকা।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।