কক্সবাজার ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম অঞ্চলের সাংস্কৃতিক প্রতিনিধি লিডারশীপ ক্যাম্প সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১১:২৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / ২২ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি:

চট্টগ্রাম অঞ্চলের সাংস্কৃতিক প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল সাংস্কৃতিক প্রতিনিধি লিডারশীপ ক্যাম্প। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় নগরের বিআইএ অডিটোরিয়ামে অনুষ্ঠান শুরু হয়ে বিকাল ৪ টায় সম্পন্ন হয়।

দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম অঞ্চলের তত্বাবধায়ক জনাব রফিকুল হায়দার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন দেশীয় সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম অঞ্চলের প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম- ট্রাস্টি বোর্ডের ভাইচ চেয়ারম্যান মোঃ শাহজাহান, বিশেষ অতিথির আলোচনা রাখেন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম অঞ্চল এর উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শাহজাহান চৌধুরী, দেশীয় সাংস্কৃতিক সংসদ এর সাধারণ সম্পাদক ডঃ মনোয়ারুল ইসলাম, বায়তুশ শরফ আাদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবু সালেহ মুহাম্মদ সলিমুল্লাহ ও অধ্যক্ষ ডঃ চৌধুরী আবদুল হালিম।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গবেষক মোঃ নজরুল ইসলাম, অধ্যাপক মোঃ এমদাদ হোসাইন, অধ্যাপক আল আমিন মু. সিরাজুল ইসলাম, অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা তাজ, জনাব মোঃ কনজুল ইসলাম।

লিডারশীপ অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রতিনিধিদের উদ্দেশ্যে আলোচনায় বলেন, বিপ্লবোত্তর বাংলাদেশে সাংস্কৃতিক চ্যালেঞ্জ মোকাবিলায় এখনকার প্রতিনিধি লিডারশীপ ক্যাম্প অতি সময়োপযোগী ও গুরুত্বপুর্ণ। তারা বলেন, ইসলামি সমাজ বিনির্মানের যে স্বপ্ন আমরা লালন করছি এই স্বপ্ন বাস্তবায়নে চলমান অপসংস্কৃতির পরিবর্তে সুস্থধারার ইসলামি সাংস্কৃতিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এর জন্য এই সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনকে আরো বেগবান করতে হবে। পাশাপাশি বিভাগ ভিত্তিক নতুন নতুন সংগঠন প্রতিষ্ঠা ও সংগঠনের আভ্যন্তরীণ মজবুতিতে প্রয়াস চালাতে হবে। তারা বলেন, সাংস্কৃতিক সংগঠনের সকলস্তরে প্রশিক্ষণের কোন বিকল্প নেই, প্রশিক্ষণের কমতি থাকলে ভাল নেতৃত্ব ও দক্ষ সাংস্কৃতিক কর্মী গড়ে উঠবেনা, এজন্য প্রয়োজন সুচিন্তিত সুরচিত সংবিধান, ভাল কর্মপদ্ধতি ও প্লানিং। তারা বলেন সকল পর্যায়ে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব উপলব্ধি না হওয়া পর্যন্ত একটি সাংস্কৃতিক বিপ্লব সম্ভব নয়। সাংস্কৃতিক প্রতিনিধিদের উদ্দেশ্য অতিথিবৃন্দ আরো বলেন, আল্লাহর পথে দাওয়াতই যেনো হয় সাংস্কৃতিক কর্মকান্ডের মুল উদ্দেশ্য, লোক দেখানো, বানিজ্য ও দুর্বল মানুষিকতা যেনো সাংস্কৃতিক ব্যক্তিত্বকে গ্রাস করতে না পারে আলোচনার ফাকে ফাকে সঙ্গীত ও আবৃত্তি অনুষ্ঠানকে চমৎকার আলোকিত করে।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন অধ্যক্ষ মুহাম্মদ নুর নবী ও এড. মোঃ আবু নাসের। অনুষ্ঠিত লিডারশীপ ক্যাম্পে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার সহ চট্টগ্রাম জোন এরিয়া থেকে সাংস্কৃতিক দায়িত্বশীলগন অংশগ্রহণ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম অঞ্চলের সাংস্কৃতিক প্রতিনিধি লিডারশীপ ক্যাম্প সম্পন্ন

আপডেট সময় ১১:২৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

সংবাদ বিজ্ঞপ্তি:

চট্টগ্রাম অঞ্চলের সাংস্কৃতিক প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল সাংস্কৃতিক প্রতিনিধি লিডারশীপ ক্যাম্প। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় নগরের বিআইএ অডিটোরিয়ামে অনুষ্ঠান শুরু হয়ে বিকাল ৪ টায় সম্পন্ন হয়।

দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম অঞ্চলের তত্বাবধায়ক জনাব রফিকুল হায়দার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন দেশীয় সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম অঞ্চলের প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম- ট্রাস্টি বোর্ডের ভাইচ চেয়ারম্যান মোঃ শাহজাহান, বিশেষ অতিথির আলোচনা রাখেন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম অঞ্চল এর উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শাহজাহান চৌধুরী, দেশীয় সাংস্কৃতিক সংসদ এর সাধারণ সম্পাদক ডঃ মনোয়ারুল ইসলাম, বায়তুশ শরফ আাদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবু সালেহ মুহাম্মদ সলিমুল্লাহ ও অধ্যক্ষ ডঃ চৌধুরী আবদুল হালিম।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গবেষক মোঃ নজরুল ইসলাম, অধ্যাপক মোঃ এমদাদ হোসাইন, অধ্যাপক আল আমিন মু. সিরাজুল ইসলাম, অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা তাজ, জনাব মোঃ কনজুল ইসলাম।

লিডারশীপ অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রতিনিধিদের উদ্দেশ্যে আলোচনায় বলেন, বিপ্লবোত্তর বাংলাদেশে সাংস্কৃতিক চ্যালেঞ্জ মোকাবিলায় এখনকার প্রতিনিধি লিডারশীপ ক্যাম্প অতি সময়োপযোগী ও গুরুত্বপুর্ণ। তারা বলেন, ইসলামি সমাজ বিনির্মানের যে স্বপ্ন আমরা লালন করছি এই স্বপ্ন বাস্তবায়নে চলমান অপসংস্কৃতির পরিবর্তে সুস্থধারার ইসলামি সাংস্কৃতিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এর জন্য এই সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনকে আরো বেগবান করতে হবে। পাশাপাশি বিভাগ ভিত্তিক নতুন নতুন সংগঠন প্রতিষ্ঠা ও সংগঠনের আভ্যন্তরীণ মজবুতিতে প্রয়াস চালাতে হবে। তারা বলেন, সাংস্কৃতিক সংগঠনের সকলস্তরে প্রশিক্ষণের কোন বিকল্প নেই, প্রশিক্ষণের কমতি থাকলে ভাল নেতৃত্ব ও দক্ষ সাংস্কৃতিক কর্মী গড়ে উঠবেনা, এজন্য প্রয়োজন সুচিন্তিত সুরচিত সংবিধান, ভাল কর্মপদ্ধতি ও প্লানিং। তারা বলেন সকল পর্যায়ে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব উপলব্ধি না হওয়া পর্যন্ত একটি সাংস্কৃতিক বিপ্লব সম্ভব নয়। সাংস্কৃতিক প্রতিনিধিদের উদ্দেশ্য অতিথিবৃন্দ আরো বলেন, আল্লাহর পথে দাওয়াতই যেনো হয় সাংস্কৃতিক কর্মকান্ডের মুল উদ্দেশ্য, লোক দেখানো, বানিজ্য ও দুর্বল মানুষিকতা যেনো সাংস্কৃতিক ব্যক্তিত্বকে গ্রাস করতে না পারে আলোচনার ফাকে ফাকে সঙ্গীত ও আবৃত্তি অনুষ্ঠানকে চমৎকার আলোকিত করে।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন অধ্যক্ষ মুহাম্মদ নুর নবী ও এড. মোঃ আবু নাসের। অনুষ্ঠিত লিডারশীপ ক্যাম্পে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার সহ চট্টগ্রাম জোন এরিয়া থেকে সাংস্কৃতিক দায়িত্বশীলগন অংশগ্রহণ করেন।