কক্সবাজার ১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শহর জামায়াতের বিজয় দিবসের আলোচনা সভায় জেলা আমীর আনোয়ারী

ইসলামী আদর্শ’ই এদেশের স্বাধীনতা -সার্বভৌমত্বের রক্ষা কবচ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • / ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, এবার সম্পূর্ণ নতুন প্রেক্ষাপটে বিজয় দিবস উদযাপন হচ্ছে। দেশবাসী মুক্তির আনন্দে বিজয় দিবস উদযাপন করছে। বৈষম্য দূরীকরণের কথা বলে দেশ স্বাধীন হলেও স্বাধীনতার পর যারাই দেশ পরিচালনা করেছে তারাই ইসলামের বিরুদ্ধে ভূমিকা রেখেছে। অথচ ইসলাম ছাড়া বৈষম্যহীন সমাজ ও ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি বলেন, জামায়াতে ইসলামী স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চাইলে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। এজন্য জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করতে হবে।

১৬ ডিসেম্বর সোমবার বিকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে শহর জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহেদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নেছার আহমদ ভূঁইয়া, কক্সবাজার প্রেসক্লাব সেক্রেটারি মমতাজ উদ্দিন বাহারী। শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল ও সহকারী সেক্রেটারি দরবেশ আলী মু. আরমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, সত্যিকারের স্বাধীনতা এখনো পায়নি দেশের মানুষ। বিজয়ের সুফল ভোগ করতে পারেনি ৫৪ বছরেও। প্রতিবেশী দেশ বারবার আমাদের স্বাধীনতা ও আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে। এদের কারণে বিগত ১৫ বছরে এদেশে নির্বাচন হয়নি। এখনো বৈষম্য চলমান রয়েছে। তাই জামায়াতের নেতৃত্বে বৈষম্যমুক্ত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি আমিনুল ইসলাম হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মোহাম্মদ মহসিন, শহর সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসান, মাওলানা আব্দুর রশিদ, শ্রমিক নেতা এডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংবাদিক হাসানুর রশীদ। আলোচনা সভার শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন মুহাম্মদ আবদুল্লাহ।

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নেছার আহমদ ভূঁইয়া কে শহর জামায়াতের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শহর জামায়াতের বিজয় দিবসের আলোচনা সভায় জেলা আমীর আনোয়ারী

ইসলামী আদর্শ’ই এদেশের স্বাধীনতা -সার্বভৌমত্বের রক্ষা কবচ

আপডেট সময় ০৯:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, এবার সম্পূর্ণ নতুন প্রেক্ষাপটে বিজয় দিবস উদযাপন হচ্ছে। দেশবাসী মুক্তির আনন্দে বিজয় দিবস উদযাপন করছে। বৈষম্য দূরীকরণের কথা বলে দেশ স্বাধীন হলেও স্বাধীনতার পর যারাই দেশ পরিচালনা করেছে তারাই ইসলামের বিরুদ্ধে ভূমিকা রেখেছে। অথচ ইসলাম ছাড়া বৈষম্যহীন সমাজ ও ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি বলেন, জামায়াতে ইসলামী স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চাইলে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। এজন্য জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করতে হবে।

১৬ ডিসেম্বর সোমবার বিকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে শহর জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহেদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নেছার আহমদ ভূঁইয়া, কক্সবাজার প্রেসক্লাব সেক্রেটারি মমতাজ উদ্দিন বাহারী। শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল ও সহকারী সেক্রেটারি দরবেশ আলী মু. আরমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, সত্যিকারের স্বাধীনতা এখনো পায়নি দেশের মানুষ। বিজয়ের সুফল ভোগ করতে পারেনি ৫৪ বছরেও। প্রতিবেশী দেশ বারবার আমাদের স্বাধীনতা ও আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে। এদের কারণে বিগত ১৫ বছরে এদেশে নির্বাচন হয়নি। এখনো বৈষম্য চলমান রয়েছে। তাই জামায়াতের নেতৃত্বে বৈষম্যমুক্ত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি আমিনুল ইসলাম হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মোহাম্মদ মহসিন, শহর সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসান, মাওলানা আব্দুর রশিদ, শ্রমিক নেতা এডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংবাদিক হাসানুর রশীদ। আলোচনা সভার শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন মুহাম্মদ আবদুল্লাহ।

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নেছার আহমদ ভূঁইয়া কে শহর জামায়াতের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।