বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন
কক্সবাজার জেলা শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

- আপডেট সময় ১২:৩৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
- / ৬৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ২৫ ডিসেম্বর সকাল ১০ টায় কক্সবাজার পাবলিক হলে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক এবিএম ফজলুল করিম। প্রধান অতিথি বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি জাতিকে উন্নতি ও সমৃদ্ধির উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সেই জাতির শিক্ষা ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। দুঃখজনক হলেও সত্য স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমাদের শিক্ষানীতি প্রণয়ন হয়নি। ২০১২ সালের শিক্ষানীতিতে ধর্ম, নৈতিকতা ও জাতি সত্তা পরিচয়ের যেটুকু পাঠ্যপুস্তকে ছিল বিগত সাড়ে পনেরো বছর আ’লীগ সরকার কাট সাট করতে করতে কোন কিছুই আর অবশিষ্ট নেই। বরং ধর্মীয় ও নৈতিক শিক্ষার নামে ধর্মবিমুখ জেনারেশন তৈরির কারিকুলাম প্রণয়ন করে জাতির ঘাড়ে ছাপিয়ে দিয়েছে। সমকামিতা, পৌত্তলিকতা ও বিকৃত ইতিহাস নির্ভর পাঠ্যপুস্তক ছাপিয়ে জাতীয় বিতর্ক সৃষ্টি করেছে ফ্যাসিস্ট আ’লীগ। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে জাতি সত্তা ও সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় ভাবাবেগের আলোকে নতুন শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। শিক্ষকদের আত্মসম্মান ফিরিয়ে দিতে হবে। শিক্ষকরা যেন সমাজে আত্মসম্মান নিয়ে জীবন যাপন করতে পারেন সেই মানের বেতন কাঠামো প্রণয়ন করতে হবে। শিক্ষক ও শিক্ষাঙ্গনে বিরাজমান সংকট ও বৈষম্য দূর করতে হবে। তিনি ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতি গড়ার কারিগর শিক্ষকদেরকে অগ্রনী ভূমিকা পালনে এগিয়ে আসার আহ্বান জানান। আদর্শ শিক্ষক ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চল পরিচালক অধ্যাপক আহসান উল্লাহ, কক্সবাজার জেলা প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, উপদেষ্টা জাহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলন সঞ্চালনা করেন ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান।