প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
২৮ ডিসেম্বর শনিবার রি-ইউনিয়ন হাশেমিয়ান ২০২৪

- আপডেট সময় ০২:৫০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
- / ৬৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
২৮ ডিসেম্বর শনিবার ২০২৪ সকাল থেকে শুরু হচ্ছে রি-ইউনিয়ন হাশেমিয়ান ২০২৪-এর অনুষ্ঠানমালা। এলামনাই এসোসিয়েশন অফ হাশেমিয়া কামিল মাদরাসা আয়োজিত রি-ইউনিয়নের প্রস্তুতিমূলক কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানানো হয়েছে। দিনভর অনুষ্ঠান মালায় থাকছে নসিহা সেশন, স্মৃতি চারণ, সাংস্কৃতিক পরিবেশনাসহ নানান কর্মসূচি। অনুষ্ঠানের মূল পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও এক্স-হাশেমিয়ান মাওলানা মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, পুলিশ সুপার রহমত উল্লাহসহ অসংখ্য উলামায়ে কিরাম, রাজনীতিবিদ, সমাজ সেবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। যাদের পদচারণায় এক সময় কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসা শ্রেণিকক্ষ, অঙ্গিনাসহ পুরো ক্যাম্পাস মুখরিত থাকত। এলামনাই এসোসিয়েশন এর সভাপতি মোঃ নজরুল ইসলাম রি-ইউনিয়ন কে সফল করে তোলার জন্য রেজিস্ট্রেশনকৃত সকল কে সকাল আটটার মধ্যে ক্যাম্পাসে চলে আসার জন্য আহ্বান জানিয়েছেন। সদস্য সচিব আমিনুল ইসলাম হাসান বলেছেন, রি-ইউনিয়নের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হওয়ার পথে। সকলের অংশগ্রহণে আমরা কক্সবাজারে একটি সুন্দর, শালীন ও স্মৃতিকাতর একটি দিন ২৮ ডিসেম্বর উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইংশা আল্লাহ আমরা সক্ষম হবো। সবাই কে যথাসময়ে উপস্থিত থাকার জন্য তিনি অনুরোধ জানান।