খুটাখালী ইউনিয়নে কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত
বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে
- আপডেট সময় ১০:২৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামী খুটাখালী ইউনিয়ন ১ নং ওয়ার্ডের উদ্যোগে ৩ জানুয়ারি বিকেলে স্থানীয় ঈদগাঁও মাঠে কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, বাংলাদেশ আজ এক গভীর সংকটে নিপতিত। মানবাধিকার ও আইনের শাসনের অভাবে দেশের সর্বত্র বৈষম্য ও বিভেদ বিদ্যমান। বিভেদ ও বৈষম্যের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ হলেও স্বাধীনতার তিপ্পান্ন বছর পারেও বাংলাদেশ থেকে বিভেদ – বৈষম্য দূর হয়নি। তরুণ প্রজন্ম সমাজ, রাষ্ট্র থেকে বৈষম্য দূর করার যে স্বপ্ন নিয়ে বুক চেতিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে তা দেশের মানুষের মনে আশার সঞ্চার করেছে। জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃত্ব তরুণ প্রজন্মের হাতে তুলে দিতে বদ্ধপরিকর। তাই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার জন্য প্রধান অতিথি সকলের প্রতি আহ্বান জানান। ওয়ার্ড সভাপতি দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বাশার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম, খুটাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম নোমান, সেক্রেটারি শাহাবুদ্দিন আরমান সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।