রামু উপজেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
নতুন বাংলাদেশ বিনির্মাণের বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে হবে

- আপডেট সময় ১২:১৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / ৩৯ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মুফতি মাওলানা মুহাম্মদ হাবিব উল্লাহ বলেছেন, আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হবে।যেখানে থাকবে না দুর্নীতি, স্বজনপ্রীতি, অন্যায় ও অবিচার। এমন প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণের বার্তা গ্রাম গঞ্জের সকল মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। ২৮ ফেব্রুয়ারি স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মুহাম্মদ হাসানের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ মুহাম্মদ রফিক, এসিস্ট্যান্ট সেক্রেটারী নুরুল হাকিম, সাংগঠনিক সেক্রেটারী মাওলানা রফিকুল আলম,অফিস সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন ও শ্রমিক কল্যাণ সভাপতি মোক্তার আহমদ প্রমুখ।