গণসংযোগ পক্ষ উদ্বোধনকালে জেলা আমীর আনোয়ারী
ইসলামের সুমহান আদর্শ মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে হবে

- আপডেট সময় ০২:২৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / ৪৪ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি
গণসংযোগ পক্ষ উদ্বোধনকালে জেলা আমীর আনোয়ারী
“ইসলামের সুমহান আদর্শ মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে হবে”
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, ইসলাম একটি কালজয়ী জীবনাদর্শের নাম। ইসলামেই রয়েছে মানবতার সর্বাঙ্গীন কল্যাণ ও মুক্তি। ইসলামের সুমহান আদর্শ মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে হবে। জামায়াতে ইসলামীর প্রত্যেক কর্মীকে ইসলামের বাস্তব অনুসারী হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ আজ এক নতুন মোহনায় উপনীত হয়েছে। এদেশের তারুণ্য শক্তি বাংলাদেশের পরিবর্তনে ব্যাপক সক্ষমতা রয়েছে। তারুণ্যের ভাবনা কে ধারণ করে জামায়াতে ইসলামী আগামীর বাংলাদেশ বিনির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। অপার সম্ভাবনাময় বাংলাদেশ কে আগামীর প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ গড়তে সকলকে জামায়াতে ইসলামীর পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান। ১১ এপ্রিল জুমাবার দেশব্যাপী গণসংযোগ পক্ষ পালনের অংশ হিসেবে কক্সবাজার জেলার গণসংযোগ পক্ষ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ উপলক্ষ্যে দাওয়াতী গ্রুপ নিয়ে বের হন। এসময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা:
গণসংযোগ পক্ষ উদ্বোধন উপলক্ষ্যে উপজেলা জামায়াতের উদ্যোগে রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার শহর জামায়াতের আমীর জননেতা আব্দুল্লাহ আল ফারুক। বক্তারা ১১-২৫ এপ্রিল উপজেলার প্রতিটি মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ পৌঁছাতে হবে। উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ সাঈদ, সহকারী সেক্রেটারি মাওলানা নূরুল আলম, তারবিয়্যাত সেক্রেটারি মাওলানা রাশিদুর রহমান, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হোসাইন।