কক্সবাজার ০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
কক্সবাজার শহর জামায়াতের প্রীতি সমাবেশে মুহাম্মদ শাহজাহান 

জনমানুষের আকাঙ্ক্ষা ধারণ করে জামায়াতে ইসলামী কাজ চালিয়ে যাচ্ছে

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১২:৫৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / ৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জনমানুষের আকাঙ্ক্ষা ধারণ করে জামায়াতে ইসলামী কাজ চালিয়ে যাচ্ছে। দীর্ঘ সাড়ে পনেরো বছরের জুলুম -নির্যাতন, শোষণ-নিষ্পেষন, ও গুম-খুনের কারণে দেশের মানুষ এক অস্থির ও অনিশ্চিত সময় পার করছে। ছাত্র -জনতার জুলাই বিপ্লবের মাধ্যমে বঞ্চিত-শোষিত মানুষ মুক্তির দিশা পেয়েছে। মুক্তিকামী মানুষের কল্যাণে জামায়াতে ইসলামীর সকল কর্মসূচি সাজিয়ে জনমানুষের প্রত্যাশা পূরণে এগিয়ে যাচ্ছে। মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত বাংলাদেশ গড়তে হলে জামায়াতে ইসলামীর হাতে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করতে হবে। আমরা জনগণের সেই প্রত্যাশা কে হৃদয়ে ধারণ করে এগিয়ে যাচ্ছি, এক্ষেত্রে প্রাক্তন ছাত্র নেতৃবৃন্দ কে সংগঠনের ভ্যানগার্ড হিসেবে ভূমিকা পালন করতে হবে। ২৯ এপ্রিল বিকেলে কক্সবাজার পাবলিক হলে কক্সবাজার শহর জামায়াতে ইসলামী আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শহর আমীর আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম। প্রধান অতিথি আরো বলেন,

জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তৃণমূল পর্যায়ে মানুষের কষ্ট লাঘবে

স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে।

 

আমরা স্থানীয় নির্বাচন চেয়েছি এই জন্যই আজকে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে মানুষ ভোগান্তিতে রয়েছে। জন্মসনদ, মৃত্যুসনদ, চারিত্রিক সনদপত্রসহ দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটতে।

 

শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, কক্সবাজার – ৩ জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা মজলিসে শূরা সদস্য জননেতা শহীদুল আলম বাহাদুর, শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, এসিস্ট্যান্ট সেক্রেটারি দরবেশ আলী মোহাম্মদ আরমান, এড. সলিমুল্লাহ বাহাদুর, এড. নাজেম উদ্দিন, সাবেক জেলা শিবির সভাপতি এড. দেলোয়ার হোসাইন, শফিউল আলম খন্দকার, কামরুল হাসান, বর্তমান জেলা শিবির সভাপতি আবদুর রহিম নুরী, সাবেক ছাত্রনেতা গোলাম কবির, সৈয়দুল হক সিকদার, অধ্যাপক নুরুল আজিম প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার শহর জামায়াতের প্রীতি সমাবেশে মুহাম্মদ শাহজাহান 

জনমানুষের আকাঙ্ক্ষা ধারণ করে জামায়াতে ইসলামী কাজ চালিয়ে যাচ্ছে

আপডেট সময় ১২:৫৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জনমানুষের আকাঙ্ক্ষা ধারণ করে জামায়াতে ইসলামী কাজ চালিয়ে যাচ্ছে। দীর্ঘ সাড়ে পনেরো বছরের জুলুম -নির্যাতন, শোষণ-নিষ্পেষন, ও গুম-খুনের কারণে দেশের মানুষ এক অস্থির ও অনিশ্চিত সময় পার করছে। ছাত্র -জনতার জুলাই বিপ্লবের মাধ্যমে বঞ্চিত-শোষিত মানুষ মুক্তির দিশা পেয়েছে। মুক্তিকামী মানুষের কল্যাণে জামায়াতে ইসলামীর সকল কর্মসূচি সাজিয়ে জনমানুষের প্রত্যাশা পূরণে এগিয়ে যাচ্ছে। মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত বাংলাদেশ গড়তে হলে জামায়াতে ইসলামীর হাতে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করতে হবে। আমরা জনগণের সেই প্রত্যাশা কে হৃদয়ে ধারণ করে এগিয়ে যাচ্ছি, এক্ষেত্রে প্রাক্তন ছাত্র নেতৃবৃন্দ কে সংগঠনের ভ্যানগার্ড হিসেবে ভূমিকা পালন করতে হবে। ২৯ এপ্রিল বিকেলে কক্সবাজার পাবলিক হলে কক্সবাজার শহর জামায়াতে ইসলামী আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শহর আমীর আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম। প্রধান অতিথি আরো বলেন,

জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তৃণমূল পর্যায়ে মানুষের কষ্ট লাঘবে

স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে।

 

আমরা স্থানীয় নির্বাচন চেয়েছি এই জন্যই আজকে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে মানুষ ভোগান্তিতে রয়েছে। জন্মসনদ, মৃত্যুসনদ, চারিত্রিক সনদপত্রসহ দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটতে।

 

শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, কক্সবাজার – ৩ জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা মজলিসে শূরা সদস্য জননেতা শহীদুল আলম বাহাদুর, শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, এসিস্ট্যান্ট সেক্রেটারি দরবেশ আলী মোহাম্মদ আরমান, এড. সলিমুল্লাহ বাহাদুর, এড. নাজেম উদ্দিন, সাবেক জেলা শিবির সভাপতি এড. দেলোয়ার হোসাইন, শফিউল আলম খন্দকার, কামরুল হাসান, বর্তমান জেলা শিবির সভাপতি আবদুর রহিম নুরী, সাবেক ছাত্রনেতা গোলাম কবির, সৈয়দুল হক সিকদার, অধ্যাপক নুরুল আজিম প্রমুখ।