শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশে জেলা আমীর আনোয়ারী
লবণ চাষী ও শ্রমিকদের জীবন মান নিশ্চিত করণে লবণের ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে

- আপডেট সময় ১২:৪৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেছেন, বাংলাদেশের সকল গৌরবময় অর্জনে শ্রমিকজনতার রয়েছে বিশাল অবদান। শ্রমিক-মেহনতি মানুষের জীবন, রক্ত ও ঘামের উপর দাঁড়িয়ে আছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। রাষ্ট্রীয় ও সামাজিক অধিকার পাওয়ার ক্ষেত্রে শ্রমজীবীরা সর্বোচ্চ অগ্রাধিকার তালিকায় থাকার কথা থাকলেও বৈষম্যের কারণে তা হচ্ছে না। তাই শ্রমিকবান্ধব ও ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শ্রমিকজনতাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামীর বাংলাদেশে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে পারলে নতুন বাংলাদেশে প্রথম কমিটমেন্ট হবে শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের কমিটমেন্ট। শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই কমিটমেন্ট নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী শ্রমিক অঙ্গনে কাজ চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আজ লবণ শিল্প হুমকির সম্মুখীন। দেশীয় লবণ শিল্পকে বাঁচাতে হলে লবণের ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে। লবণ চাষী ও শ্রমিকদের জীবন মান নিশ্চিত করণে লবণের ন্যায্য মূল্য নির্ধারণের কোন বিকল্প নেই। তাই আজকের আন্তর্জাতিক শ্রমিক দিবসে কক্সবাজারের লবণ চাষী ও শ্রমিকদের জীবন মান নিশ্চিত করতে সরকারের নিকট আমরা ন্যায্য মূল্য নির্ধারণের জন্য জোর দাবি জানাচ্ছি। ১ মে বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে কক্সবাজার শহর শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত কক্সবাজার পাবলিক হল মাঠে অনুষ্ঠিত বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শহর সভাপতি আমিনুল ইসলাম হাসান-এর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি এম ইউ বাহাদুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা শহিদুল আলম বাহাদুর, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, উপদেষ্টা কামরুল হাসান, জেলা অর্থ সম্পাদক ও দর্জি শ্রমিক ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন।
আরো বক্তব্য রাখেন শহর সহ-সভাপতি রাশেদুল হক, কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়ন সভাপতি এডভোকেট মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, ফ্লাওয়ার মিলস শ্রমিক ইউনিয়ন সভাপতি মাওলানা আমিনুল হক, ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন সভাপতি আবদুল জব্বার, হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক রফিক বাবুর্চি, সাবেক সাধারণ সম্পাদক বাবু পরিমল দে, ঝিলংজা ইউনিয়ন পরিষদের সদস্য শরিফুল ইসলাম, দর্জি শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন ১০নং ওয়ার্ড সভাপতি আমীর আহমেদ, ৯নং ওয়ার্ড সভাপতি বেলাল উদ্দিন,
৪নং ওয়ার্ড সভাপতি আবদুর রহিম, ৮নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, ১নং ওয়ার্ড কার্যকরী সভাপতি নুরুল হোছাইন প্রমূখ।