১৯ মাসে গাজায় ২২০ সাংবাদিক নিহত

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ১০:৫৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক :
অবরুদ্ধ গাজায় ১৯ মাসে ইসরাইলি হামলায় ২২০ জন সাংবাদিক নিহত হয়েছেন। এ সংঘাত শুরুর পর থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে প্রায় ৫৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল জাজিরা।
গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাবে, গাজায় ১৯ মাস ধরে চলমান হামলায় এখন পর্যন্ত ২২০ জন সাংবাদিকসহ নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি এই বর্বর হামলার শুরুর পর থেকে উপত্যকাটিতে প্রায় ৫৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। এ সময়ে আহত হয়েছেন প্রায় এক লাখ ২৩ হাজার মানুষ।
সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোহাম্মাদ আল-মুগাইর বলেন, ‘আমরা সহায়তা করতে না পারার কারণে নয় হাজার ৭০০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।’
ট্যাগস :