কক্সবাজার ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল, এলাকাজুড়ে শোকের ছায়া

নক্ষত্রপ্রতিভ শিক্ষক নূরুল আবছার আর নেই

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১১:৫১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / ৩১ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি:

জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর কক্সবাজার জেলা শাখার সম্মানিত সাংস্কৃতিক উপদেষ্টা এবং চকরিয়া উপজেলার বরইতলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নূরুল আবছার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত ২:০০টার দিকে চকরিয়া ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

জানা যায়, তিনি হঠাৎ করে স্ট্রোকে আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী এবং সমাজের সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে।

 

নূরুল আবছার ছিলেন একজন সৎ, আদর্শবান ও নিবেদিতপ্রাণ শিক্ষক। পাশাপাশি তিনি সংস্কৃতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ফুলকুঁড়ি আসর কক্সবাজার জেলা শাখার সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে তিনি শিশু-কিশোরদের নৈতিক, সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশে অনন্য ভূমিকা পালন করেছেন।

 

মরহুমের জানাজা ও দাফনের বিষয়টি পারিবারিকভাবে পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

ফুলকুঁড়ি আসর কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ মরহুমকে একজন আলোকিত মানুষ হিসেবে অভিহিত করে বলেন, “নূরুল আবছার স্যারের শূন্যতা সহজে পূরণ হবার নয়।”

 

আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন—এই প্রার্থনায় মুখর এলাকাবাসী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল, এলাকাজুড়ে শোকের ছায়া

নক্ষত্রপ্রতিভ শিক্ষক নূরুল আবছার আর নেই

আপডেট সময় ১১:৫১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

চকরিয়া প্রতিনিধি:

জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর কক্সবাজার জেলা শাখার সম্মানিত সাংস্কৃতিক উপদেষ্টা এবং চকরিয়া উপজেলার বরইতলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নূরুল আবছার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত ২:০০টার দিকে চকরিয়া ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

জানা যায়, তিনি হঠাৎ করে স্ট্রোকে আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী এবং সমাজের সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে।

 

নূরুল আবছার ছিলেন একজন সৎ, আদর্শবান ও নিবেদিতপ্রাণ শিক্ষক। পাশাপাশি তিনি সংস্কৃতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ফুলকুঁড়ি আসর কক্সবাজার জেলা শাখার সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে তিনি শিশু-কিশোরদের নৈতিক, সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশে অনন্য ভূমিকা পালন করেছেন।

 

মরহুমের জানাজা ও দাফনের বিষয়টি পারিবারিকভাবে পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

ফুলকুঁড়ি আসর কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ মরহুমকে একজন আলোকিত মানুষ হিসেবে অভিহিত করে বলেন, “নূরুল আবছার স্যারের শূন্যতা সহজে পূরণ হবার নয়।”

 

আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন—এই প্রার্থনায় মুখর এলাকাবাসী।