ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের ওলামা সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় ০৫:২৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- / ৩২ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে ৪ জুলাই জুমাবার উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন উলামা বিভাগের সভাপতি মাওলানা আলী আহম্মদ হেলালি এবং উলামা বিভাগ সেক্রেটারি মাওলানা ইউনুস বিন নজিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা উলামা বিভাগের সহসভাপতি মাওলানা মুফিজুর রহমান মাদানি।তিনি তাঁর বক্তব্যে উলামায়ে কেরামের দায়িত্ব, সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং শাসনব্যবস্থায় পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা হারুনর রশীদ, ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মো. হাকিম আলী এবং সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ প্রমুখ।
সমাবেশে ওলামায়ে কেরাম জাতির বর্তমান সংকট মোকাবেলায় আলেম সমাজের ঐক্য, নেতৃত্ব ও ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং ইসলামি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আরও সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।