টেকনাফে পাহাড়ধ্বস ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেয়ারম্যান আনোয়ারীর ত্রাণ বিতরণ

- আপডেট সময় ১২:১৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ৩৬ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি:
টানা কয়েকদিনের ভারী বর্ষণে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল, মিনা বাজার ও আমতলী এলাকায় ভয়াবহ পাহাড়ধ্বস ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বসতঘর ধসে ও পানিতে তলিয়ে পড়ে প্রায় ১৮০টি পরিবার চরম দুর্ভোগে পড়েন।
এই মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে সোমবার (৮ জুলাই) সকাল ১০টায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউনিয়ন পরিষদ ও নিজের পক্ষ থেকে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, উপজেলা জামায়াতের দপ্তর ও অর্থ সম্পাদক মুহাম্মদ হোছাইন, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য কবির আহমদ, হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ওসমান, আবছার কবির আকাশ, সাইফুদ্দিন মোবারক,ছৈয়দ আলম নয়ন,ছৈয়দ আলম বাবুল,হাফেজ আজিজুল হাসান, সম্রাট,সাইফুল ইসলাম ও স্থানীয় নেতৃবৃন্দ।
চেয়ারম্যান আনোয়ারী বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমি ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়িয়েছি। যতদিন প্রয়োজন, ততদিন এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
ত্রাণ সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, চাল, ডাল, লবণ ও জরুরি ব্যবহারের পণ্যসামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয়রা চেয়ারম্যান আনোয়ারীর এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে অভিহিত করেছেন।