কক্সবাজার ০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় আলোচিত ইউপি সদস্য কামাল মেম্বারকে গুম করে হত্যা: এলাকায় শোক, উত্তেজনা ও ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:৩৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ২৫ বার পড়া হয়েছে

উখিয়া প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনায় স্তব্ধ পুরো জনপদ। নিখোঁজ হওয়ার একদিন পর মঙ্গলবার (৮ জুলাই) সকালে ইউপি সদস্য মোহাম্মদ কামাল হোসেনের (কামাল মেম্বার) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া, সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা ও ক্ষোভ।

নিহত কামাল হোসেন জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য, উখিয়া উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামী লীগের সক্রিয় নেতা। পরিবারের বরাতে জানা গেছে, ৭ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। রাতভর খোঁজাখুঁজির পরও তার কোনো খোঁজ মেলেনি।

৮ জুলাই সকাল ১০টার দিকে স্থানীয়রা মনখালী এলাকার একটি ঝোপে পানিতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মরদেহে নির্যাতনের চিহ্ন ছিল স্পষ্ট।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। খুব দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

নিহতের পরিবারের দাবি, “এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছিল। আমরা দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি দাবি করছি।স্থানীয় ভাষ্যমতে— “কামাল মেম্বার একজন সাহসী ও জনবান্ধব জনপ্রতিনিধি ছিলেন। তার এমন পরিণতি মেনে নেওয়া যায় না।

 

এই হত্যাকাণ্ড যেন উখিয়ার অপরাধ প্রবণতার সাম্প্রতিক ধারাবাহিকতারই অংশ। এর আগে, একই ইউনিয়নে এক ব্যক্তি ডাকাতদের গুলিতে নিহত হন। তারও আগে, এক পাষণ্ড পিতা নিজ কন্যা সন্তানকে হত্যা করেন। এসব ঘটনায় জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা চরমে উঠেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উখিয়ায় আলোচিত ইউপি সদস্য কামাল মেম্বারকে গুম করে হত্যা: এলাকায় শোক, উত্তেজনা ও ক্ষোভ

আপডেট সময় ০৯:৩৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

উখিয়া প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনায় স্তব্ধ পুরো জনপদ। নিখোঁজ হওয়ার একদিন পর মঙ্গলবার (৮ জুলাই) সকালে ইউপি সদস্য মোহাম্মদ কামাল হোসেনের (কামাল মেম্বার) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া, সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা ও ক্ষোভ।

নিহত কামাল হোসেন জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য, উখিয়া উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামী লীগের সক্রিয় নেতা। পরিবারের বরাতে জানা গেছে, ৭ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। রাতভর খোঁজাখুঁজির পরও তার কোনো খোঁজ মেলেনি।

৮ জুলাই সকাল ১০টার দিকে স্থানীয়রা মনখালী এলাকার একটি ঝোপে পানিতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মরদেহে নির্যাতনের চিহ্ন ছিল স্পষ্ট।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। খুব দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

নিহতের পরিবারের দাবি, “এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছিল। আমরা দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি দাবি করছি।স্থানীয় ভাষ্যমতে— “কামাল মেম্বার একজন সাহসী ও জনবান্ধব জনপ্রতিনিধি ছিলেন। তার এমন পরিণতি মেনে নেওয়া যায় না।

 

এই হত্যাকাণ্ড যেন উখিয়ার অপরাধ প্রবণতার সাম্প্রতিক ধারাবাহিকতারই অংশ। এর আগে, একই ইউনিয়নে এক ব্যক্তি ডাকাতদের গুলিতে নিহত হন। তারও আগে, এক পাষণ্ড পিতা নিজ কন্যা সন্তানকে হত্যা করেন। এসব ঘটনায় জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা চরমে উঠেছে।