কক্সবাজার ০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপদ সড়ক দাবিতে উখিয়া ইউএনও বরাবর স্বেচ্ছাসেবী সংগঠনের স্মারকলিপি প্রদান

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৬:২৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে

উখিয়া প্রতিনিধি :

“নিরাপদ সড়ক চাই”—এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের তিনটি স্বেচ্ছাসেবী সংগঠন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হোসেন চৌধুরী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে।

SOC – Shadow of Change (সেডো অব সেন্স)-এর উদ্যোগে এবং আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব ও প্রজন্ম ফাউন্ডেশনের সহযোগিতায় পালংখালী বাজারসংলগ্ন এলাকায় নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে ইউএনও-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গঠনমূলক আলোচনায় অংশ নেয় সংগঠন তিনটির প্রতিনিধিরা।

স্মারকলিপিতে মোট ১০ দফা সুপারিশ তুলে ধরা হয়, যার মধ্যে তাৎক্ষণিক বাস্তবায়নযোগ্য কয়েকটি ছিলো—

পালংখালী বাজারসংলগ্ন এলাকায় স্পিড ব্রেকার ও রোড ডিভাইডার স্থাপন,

জেব্রা ক্রসিং ও ট্রাফিক সাইনবোর্ড বসানো, স্কুল ও মাদ্রাসার সময়ে যান চলাচল নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক বা ট্রাফিক পুলিশ মোতায়েন,

অবৈধ টমটম ও সিএনজি পার্কিং নিয়ন্ত্রণ ও নির্ধারিত স্থানে স্থানান্তর, অপ্রাপ্তবয়স্ক ও রোহিঙ্গা চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, ফুটপাত দখল, হকার এবং মালবাহী গাড়ি দ্বারা রাস্তা দখলের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ। এছাড়া সচেতনতা বাড়াতে ব্যানার, র‍্যালি, লিফলেট বিতরণ, মানববন্ধন এবং একটি স্থানীয় ‘ট্রাফিক মনিটরিং সেল’ গঠনের কথাও উল্লেখ করা হয়।

সাক্ষাৎকালে ইউএনও কামরুল হোসেন চৌধুরী সংগঠনগুলোর দাবির প্রতি আন্তরিক সমর্থন জানান এবং বিশেষভাবে ছয়টি সুপারিশ দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “সড়ক নিরাপত্তা একটি সময়োপযোগী বিষয়, এবং জনস্বার্থে আমরা এই দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।”

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “আমরা বিশ্বাস করি, আজকের এই স্মারকলিপির মধ্য দিয়ে পালংখালী বাজার এলাকায় দীর্ঘদিনের অনিয়ম ও বিশৃঙ্খলার অবসান ঘটবে এবং নতুনভাবে নিরাপদ সড়কের সম্ভাবনা উন্মোচিত হবে।”

উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক উন্নয়ন ও জনসচেতনতামূলক কাজে যুক্ত রয়েছে। এবার তারা একযোগে নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে, যা স্থানীয় জনগণের কাছে প্রশংসিত হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নিরাপদ সড়ক দাবিতে উখিয়া ইউএনও বরাবর স্বেচ্ছাসেবী সংগঠনের স্মারকলিপি প্রদান

আপডেট সময় ০৬:২৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

উখিয়া প্রতিনিধি :

“নিরাপদ সড়ক চাই”—এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের তিনটি স্বেচ্ছাসেবী সংগঠন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হোসেন চৌধুরী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে।

SOC – Shadow of Change (সেডো অব সেন্স)-এর উদ্যোগে এবং আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব ও প্রজন্ম ফাউন্ডেশনের সহযোগিতায় পালংখালী বাজারসংলগ্ন এলাকায় নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে ইউএনও-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গঠনমূলক আলোচনায় অংশ নেয় সংগঠন তিনটির প্রতিনিধিরা।

স্মারকলিপিতে মোট ১০ দফা সুপারিশ তুলে ধরা হয়, যার মধ্যে তাৎক্ষণিক বাস্তবায়নযোগ্য কয়েকটি ছিলো—

পালংখালী বাজারসংলগ্ন এলাকায় স্পিড ব্রেকার ও রোড ডিভাইডার স্থাপন,

জেব্রা ক্রসিং ও ট্রাফিক সাইনবোর্ড বসানো, স্কুল ও মাদ্রাসার সময়ে যান চলাচল নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক বা ট্রাফিক পুলিশ মোতায়েন,

অবৈধ টমটম ও সিএনজি পার্কিং নিয়ন্ত্রণ ও নির্ধারিত স্থানে স্থানান্তর, অপ্রাপ্তবয়স্ক ও রোহিঙ্গা চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, ফুটপাত দখল, হকার এবং মালবাহী গাড়ি দ্বারা রাস্তা দখলের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ। এছাড়া সচেতনতা বাড়াতে ব্যানার, র‍্যালি, লিফলেট বিতরণ, মানববন্ধন এবং একটি স্থানীয় ‘ট্রাফিক মনিটরিং সেল’ গঠনের কথাও উল্লেখ করা হয়।

সাক্ষাৎকালে ইউএনও কামরুল হোসেন চৌধুরী সংগঠনগুলোর দাবির প্রতি আন্তরিক সমর্থন জানান এবং বিশেষভাবে ছয়টি সুপারিশ দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “সড়ক নিরাপত্তা একটি সময়োপযোগী বিষয়, এবং জনস্বার্থে আমরা এই দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।”

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “আমরা বিশ্বাস করি, আজকের এই স্মারকলিপির মধ্য দিয়ে পালংখালী বাজার এলাকায় দীর্ঘদিনের অনিয়ম ও বিশৃঙ্খলার অবসান ঘটবে এবং নতুনভাবে নিরাপদ সড়কের সম্ভাবনা উন্মোচিত হবে।”

উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক উন্নয়ন ও জনসচেতনতামূলক কাজে যুক্ত রয়েছে। এবার তারা একযোগে নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে, যা স্থানীয় জনগণের কাছে প্রশংসিত হয়েছে।