টেকনাফ প্রতিনিধি হারুন অর রশিদের বিশ্লেষণ
এসএসসি ২০২৫: আশানুরূপ সাফল্য আসেনি, মানোন্নয়নই একমাত্র পথ

- আপডেট সময় ০১:০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিবেদক:
১০ জুলাই ২০২৫ |
এসএসসি, দাখিল ও সমমানের ২০২৫ সালের ফলাফলে প্রত্যাশা অনুযায়ী সাফল্য আসেনি। দেশের বহু শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ও মেধা তালিকা হতাশাজনক।
শিক্ষাবিদরা বলছেন, মূল সমস্যা পড়াশোনার মানের অবনতি। বছরের শুরু থেকেই পরিকল্পনার ঘাটতি, অনুশীলনের অভাব এবং শিক্ষার্থীদের মনোযোগে দুর্বলতা লক্ষ্য করা গেছে।
এছাড়াও বিশ্লেষকরা মনে করছেন, বিগত সরকারের সময় শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিন ধরে যে অব্যবস্থাপনা ও অবমূল্যায়ন চলছিল—তা এখন ফলাফলে প্রতিফলিত হচ্ছে।
অটোপাস সংস্কৃতি, করোনোত্তর অরাজকতা, এবং বিশেষ করে জুলাই আন্দোলন সময়ের অস্থিরতা শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ফলে অনেক শিক্ষার্থী পড়াশোনার উপযুক্ত পরিবেশ থেকে বঞ্চিত ছিল।
শিক্ষার মান না বাড়ালে আগামী দিনগুলোতে আরও খারাপ ফলাফল দেখা দিতে পারে। এ অবস্থায় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমানভাবে দায়িত্ব নিতে হবে।
ফল ভালো চাইলে পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে এখনই। শিক্ষার মানোন্নয়ন ছাড়া সামনে কোনো বিকল্প নেই।