মাধ্যমিক আদর্শ শিক্ষক পরিষদের সমাবেশে জেলা আমীর আনোয়ারী
শিক্ষকরাই হলেন সমাজের প্রকৃত আইকন

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ০৯:০১:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি:
জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার -০৪ সংসদীয় আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, শিক্ষকরাই হলেন সমাজের আইকন। সভ্যতার বিনির্মাণ এবং সৃষ্টিতে শিক্ষকরা যুগ যুগ ধরে কারিগরের ভূমিকা পালন করে আসছে। নৈতিক ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সংরক্ষণে শিক্ষক সমাজের অবদান অনস্বীকার্য। সমাজ বিনির্মাণের প্রকৃত মাস্টার মাইন্ড হচ্ছেন শিক্ষক। দুঃখজনক হলেও সত্য আজ শিক্ষক সমাজ সবচেয়ে অবহেলিত এবং অবমূল্যায়নের শিকার। আমরা এহেন অবস্থার পরিবর্তন চাই। শিক্ষক সমাজের সামাজিক মর্যাদা ও যথাযথ মূল্যায়নের জন্য আগামীর নতুন বাংলাদেশে জামায়াতে ইসলামী ভূমিকা পালনে বদ্ধপরিকর। ১২ জুলাই মাধ্যমিক আদর্শ শিক্ষক পরিষদ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা সভাপতি মাস্টার খাইরুল বাশারের সভাপতিত্বে সেক্রেটারি মাস্টার মনসুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল। সমাবেশে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে বিভিন্ন শিক্ষক ইউনিটের কমিটি ঘোষণা করেন।
ট্যাগস :