অন্যান্য, ঈদগাঁও, উখিয়া, এক্সক্লুসিভ, কক্সবাজার সদর, কক্সবাজার সংবাদ, কুতুবদিয়া, চকরিয়া, জাতীয়, টেকনাফ, ধর্ম, পর্যটন, পেকুয়া, মতামত, মহেশখালী, রাজনীতি, রামু, লিড নিউজ, সারাদেশ
উখিয়ায় বিভিন্ন স্থানে গণসংযোগ
১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করুন- জেলা আমীর আনোয়ারী

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ১২:০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৯ জুলাই ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে জনস্রোত সৃষ্টি এবং সফল করে তোলার লক্ষ্যে উখিয়া সদর এলাকায় গণসংযোগ ও প্রচার পত্র বিলি করেছেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার -০৪ সংসদীয় আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। গণসংযোগকালে তিনি বলেছেন, ৭ দফা দাবিতে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশ দেশের সকল মানুষের প্রতিনিধিত্বে রূপান্তরিত হবে। সংস্কার, বিচার এবং নির্বাচন ই এদেশের মানুষের প্রত্যাশা। সেই লক্ষ্যে আগে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। তিনি দলে দলে যোগদান করে ১৯ জুলাই জাতীয় সমাবেশ কে সফল করে তোলার জন্য আহ্বান জানান। এসময় উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগস :