হারবাং উন্নয়ন সংস্থার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

- আপডেট সময় ১১:৩৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / ৭ বার পড়া হয়েছে
চকরিয়া প্রতিনিধি
হারবাং থেকে ২০২৪-২৫ সেশনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত এবং ২০২৫ সালের এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ বিকেল ৫টায় হারবাং হোটেল কক্স ওয়ে ইন-এ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারবাং উন্নয়ন সংস্থার চেয়ারম্যান সাখাওয়াত হোসাইন শিপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চকরিয়ার সাংগঠনিক সম্পাদক ও হারবাং উন্নয়ন সংস্থার প্রতিনিধি মোহাম্মদ বখতেয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সরকারি কর্মকর্তা আবুল আহমদ বলেন,
“শুধু শিক্ষিত হলেই চলবে না, আমাদের পিতা-মাতাকে সম্মান করতে হবে। কৃষক-শ্রমিকের সন্তান হিসেবে হীনমন্যতায় ভোগার কোনো প্রয়োজন নেই। নিজ মেধা ও আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে এগিয়ে যেতে হবে। একইসঙ্গে আমাদের এলাকার প্রতি দায়বদ্ধতাও স্মরণে রাখতে হবে।”
সভাপতির বক্তব্যে সাখাওয়াত হোসাইন শিপন বলেন, আপনাদের মেধার স্বীকৃতি দিতে আজকের এ আয়োজন। আপনারা এগিয়ে যাচ্ছেন—এটা অনেকেই দেখতে চায় না। সমাজের তথাকথিত মোড়লদের না চাইলেও আপনাদের থেমে গেলে চলবে না। হারবাংয়ের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বালু উত্তোলনের মতো অন্যায়ের বিরুদ্ধে তরুণ-তরুণীদের সোচ্চার হতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন, ছাত্রনেতা মোহাম্মদ ইব্রাহিম। অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন নুরুল হক নুর। বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব, গয়ালমারা মাদ্রাসার শিক্ষক রুবেলসহ আরও অনেকে।
পরিশেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং মিষ্টিমুখ করিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।