কক্সবাজার ০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বালুখালীতে দিন-দুপুরে গুলিবিদ্ধ যুবক, হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াই

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৭:৩৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / ০ বার পড়া হয়েছে

উখিয়া প্রতিনিধি
উখিয়া (কক্সবাজার): কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ২নং ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হকের ছেলে মোহাম্মদ হোসাইন ছোটন (২৫) দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) সকাল আনুমানিক ৬টা থেকে ৭টার মধ্যে উখিয়া কাস্টমস এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কিছু অজ্ঞাতনামা দুর্বৃত্ত হঠাৎ ছোটনের ওপর গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং এখনও তার জ্ঞান ফেরেনি বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আহতের পরিবার জানায়, “আমরা এখন শুধু ছোটনের জীবন রক্ষা নিয়ে চিন্তিত। সে সুস্থ হয়ে উঠলেই পুরো ঘটনার বিস্তারিত জানা যাবে।”পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ঘটনার আগে একাধিকবার অজ্ঞাত নম্বর থেকে ছোটনকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়ে ছিল।স্থানীয়রা ধারণা করছেন, পূর্বশত্রুতার জের ধরেই এ বর্বর হামলার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, “এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বালুখালীতে দিন-দুপুরে গুলিবিদ্ধ যুবক, হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াই

আপডেট সময় ০৭:৩৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

উখিয়া প্রতিনিধি
উখিয়া (কক্সবাজার): কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ২নং ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হকের ছেলে মোহাম্মদ হোসাইন ছোটন (২৫) দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) সকাল আনুমানিক ৬টা থেকে ৭টার মধ্যে উখিয়া কাস্টমস এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কিছু অজ্ঞাতনামা দুর্বৃত্ত হঠাৎ ছোটনের ওপর গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং এখনও তার জ্ঞান ফেরেনি বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আহতের পরিবার জানায়, “আমরা এখন শুধু ছোটনের জীবন রক্ষা নিয়ে চিন্তিত। সে সুস্থ হয়ে উঠলেই পুরো ঘটনার বিস্তারিত জানা যাবে।”পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ঘটনার আগে একাধিকবার অজ্ঞাত নম্বর থেকে ছোটনকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়ে ছিল।স্থানীয়রা ধারণা করছেন, পূর্বশত্রুতার জের ধরেই এ বর্বর হামলার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, “এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”