কক্সবাজার ০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
উখিয়া উপজেলা জামায়াতের গণমিছিলোত্তর সমাবেশে জেলা আমীর আনোয়ারী 

সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত বদ্ধপরিকর

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:৩৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / ১১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, আমরা সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে বদ্ধপরিকর। দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে জিরো টলারেন্স। দুর্নীতির কারণে এদেশের সম্ভাবনা বার-বার পশ্চাৎপদ হয়েছে। দেশের জনগণ আমাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ও কার্যকর লড়াই চালিয়ে যাব। দুর্নীতি ও দুঃশাসনমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে জামায়াতের ইসলামীর সাথে উখিয়াবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ২ আগস্ট উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিকাল ৩টায়  উখিয়া স্টেশন থেকে জেলা আমীর ও কক্সবাজার ০৪ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর নেতৃত্বে অনুষ্ঠিত হাজার -হাজার নেতাকর্মীর অংশগ্রহণে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষ্যে গণমিছিল উখিয়া -টেকনাফ আরাকান সড়ক হয়ে কোটবাজার স্টেশনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা অফিস সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী ও জেলা ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর আনোয়ারী আরো বলেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর আমাদের উখিয়া ও টেকনাফের জনপদ। এ জনপদের মানুষ স্বাধীনচেতা ও সচেতন। পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় গ্রামে-গঞ্জে এখনো যথাযথ উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিভিন্ন অসাধু ও অনৈতিক ব্যবসার কারণে এ জনপদের দুর্নাম দুর্ভাগ্যজনকভাবে ছড়িয়ে পড়েছে। স্থানীয় জনসাধারণ নিরাপত্তাহীন অনুভব করছে। আমরা এই জনপদের দুর্নাম গোছাতে প্রতিশ্রুতিবদ্ধ। শান্তি এ নিরাপত্তার সাথে বসবাস নিশ্চিত করতে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। তাই সকল ভয়ভীতির উর্ধ্বে উঠে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে দাঁড়ি পাল্লার পক্ষে গণজাগরণ সৃষ্টি করতে হবে।
ইসলামী আদর্শের আলোকে দেশ পরিচালিত হলে সকল ধর্ম-বর্ণের ন্যায্য অধিকার নিশ্চিত হবে। সমাজ ন্যায় ও ইনসাফের মূর্ত প্রতীক হয়ে উঠবে। সকল প্রকার অন্যায়, অবিচার ও জুলুম- -নির্যাতনের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট থাকবে। আমরা আর কোন বিভক্তি ও বিভাজনের রাজনীতি চাই না। আমরা আগামী দিনে দেশবাসী কে সাথে নিয়ে সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।
উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল করিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাহী সদস্য মোহাম্মদ শাহজাহান।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উখিয়া উপজেলা জামায়াতের গণমিছিলোত্তর সমাবেশে জেলা আমীর আনোয়ারী 

সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত বদ্ধপরিকর

আপডেট সময় ০৯:৩৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, আমরা সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে বদ্ধপরিকর। দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে জিরো টলারেন্স। দুর্নীতির কারণে এদেশের সম্ভাবনা বার-বার পশ্চাৎপদ হয়েছে। দেশের জনগণ আমাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ও কার্যকর লড়াই চালিয়ে যাব। দুর্নীতি ও দুঃশাসনমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে জামায়াতের ইসলামীর সাথে উখিয়াবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ২ আগস্ট উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিকাল ৩টায়  উখিয়া স্টেশন থেকে জেলা আমীর ও কক্সবাজার ০৪ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর নেতৃত্বে অনুষ্ঠিত হাজার -হাজার নেতাকর্মীর অংশগ্রহণে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষ্যে গণমিছিল উখিয়া -টেকনাফ আরাকান সড়ক হয়ে কোটবাজার স্টেশনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা অফিস সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী ও জেলা ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর আনোয়ারী আরো বলেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর আমাদের উখিয়া ও টেকনাফের জনপদ। এ জনপদের মানুষ স্বাধীনচেতা ও সচেতন। পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় গ্রামে-গঞ্জে এখনো যথাযথ উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিভিন্ন অসাধু ও অনৈতিক ব্যবসার কারণে এ জনপদের দুর্নাম দুর্ভাগ্যজনকভাবে ছড়িয়ে পড়েছে। স্থানীয় জনসাধারণ নিরাপত্তাহীন অনুভব করছে। আমরা এই জনপদের দুর্নাম গোছাতে প্রতিশ্রুতিবদ্ধ। শান্তি এ নিরাপত্তার সাথে বসবাস নিশ্চিত করতে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। তাই সকল ভয়ভীতির উর্ধ্বে উঠে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে দাঁড়ি পাল্লার পক্ষে গণজাগরণ সৃষ্টি করতে হবে।
ইসলামী আদর্শের আলোকে দেশ পরিচালিত হলে সকল ধর্ম-বর্ণের ন্যায্য অধিকার নিশ্চিত হবে। সমাজ ন্যায় ও ইনসাফের মূর্ত প্রতীক হয়ে উঠবে। সকল প্রকার অন্যায়, অবিচার ও জুলুম- -নির্যাতনের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট থাকবে। আমরা আর কোন বিভক্তি ও বিভাজনের রাজনীতি চাই না। আমরা আগামী দিনে দেশবাসী কে সাথে নিয়ে সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।
উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল করিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাহী সদস্য মোহাম্মদ শাহজাহান।