যুব দিবসের আলোচনা সভায় শহিদুল আলম বাহাদুর
দেশ গড়ার প্রত্যয় নিয়ে যুব সমাজকে এগিয়ে আসতে হবে

- আপডেট সময় ১১:৫৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার সদর উপজেলা যুব বিভাগের উদ্যোগে ১২ আগষ্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সেক্রেটারি আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত কক্সবাজার ০৩ সংসদীয় আসনের প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান শহীদুল আলম বাহাদুর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী। আরো বক্তব্য রাখেন সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনছারী, কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ, জামায়াত নেতা মুহাম্মদ আব্দুল্লাহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামীর মানবিক বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজ কে এগিয়ে আসতে হবে। না হয় পতিত স্বৈরাচার আবারও ষড়যন্ত্রের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারে। তাই আজকের যুব সমাজ কে আগামীর বাংলাদেশ বিনির্মাণে নেয়ামক শক্তি হিসেবে কাজ করতে হবে। উপজেলা যুব দায়িত্বশীল জহিরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চৌফলদন্ডী ইউনিয়ন যুব সভাপতি সাজ্জাদ হোসেন, খুরুশকুল ইউনিয়ন যুব সভাপতি মিজানুর রহমান, পিএমখালি ইউনিয়ন যুব সভাপতি মিজানুর রহমান। এতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, ভারুয়াখালী ইউনিয়ন সহ সভাপতি আব্দুল আলিম প্রমুখ।