উখিয়ার মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন

- আপডেট সময় ০৯:৪১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
এম এ সাত্তার আজাদ: উখিয়া উপজেলা
আজ কক্সবাজার জেলা উখিয়া উপজেলাধীন মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে আসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার , আবু তাহের মোঃ মাসুদ রানা, সম্মানিত সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আবু নূর মোঃ শামসুজ্জামান, সম্মানিত মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মোঃ শাহীন মিয়া,সম্মানিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কক্সবাজার, জসিম উদ্দিন, সুপারিন্টেন্ডেন্ট পিটিআই কক্সবাজার, জারীন তাসনিম তাসিন, সহকারী কমিশনার ভূমি,উখিয়া, গুলশান আক্তার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কক্সবাজার , কান্ট্রি ডিরেক্টর WFP, মোঃ আশরাফুল আলম সিরাজী,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উখিয়া, মোক্তার আহমদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অত্র বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শ্রেণি কার্যক্রম,সহপাঠ্যক্রমিক কার্যাবলী,পঠন দক্ষতা, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভায় প্রধান শিক্ষক এম জহির উদ্দিন সহ সকাল শিক্ষকের পারফরম্যান্স এবং বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ দেখে খুবই খুশি হন এবং ভূয়সী প্রশংসা করেন এবং প্রিন্ট মিডিয়া মাল্টিমেডিয়া ‘র সাক্ষাৎকারে বিদ্যালয়ের সুনাম করেন।