যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলাভিত্তিক যৌথ কর্মীসভা
- আপডেট সময় ০১:১৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- / ৩১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
২৮ সেপ্টেম্বর থেকে জেলাভিত্তিক যৌথ কর্মীসভা করবে যুবদল, স্বেচ্ছসেবক দল ও ছাত্রদল। কর্মী সভা উপলক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে ইতিমধ্যে ৩টি টিম গঠন করা হয়েছে মর্মে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়।
টিম-০১ : যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে বরিশাল, খুলনা ও ফরিদপুর বিভাগের টিম গঠন করা হয়েছে।
টিম-০২ : স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে সিলেট, কুমিল্লা ও রাজশাহী বিভাগের টিম গঠন করা হয়েছে।
টিম-৩: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও ছাত্রদলের সিনিয়র সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়ার নেতৃত্বে চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগের টিম গঠন করা হয়েছে।