কক্সবাজার ১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
কক্সবাজারে এম ডি এফ এর চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত

আলোকিত বাংলাদেশ গঠনে মেধাবীদের স্ব-স্ব অবস্থান থেকে অবদান রাখতে হবে”

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৪:১৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

২৪ সেপ্টেম্বর ২০২৪

কক্সবাজারে এম ডি এফ এর চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত “আলোকিত বাংলাদেশ গঠনে মেধাবীদের স্ব-স্ব অবস্থান থেকে অবদান রাখতে হবে”

এনডিএফ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ১৮ কোটি মানুষের বাংলাদেশ। এদেশের মাটি ও মানুষের ঘাম ও রক্তের বিনিময়ে বাংলাদেশ অপার সম্ভাবনা নিয়ে হাতছানি দিয়ে যাচ্ছে। দুর্নীতিবাজ, অসৎ নেতৃত্ব ও দলীয় লেজুড়বৃত্তির কারণে স্বাধীনতার তিপান্ন বছরেও বাংলাদেশর সম্ভাবনা কে আমরা ফুটিয়ে তুলতে পারিনি। যার দায় রাজনীতিবিদদের পাশাপাশি দেশের বিভিন্ন সেক্টরে যারা কাজ করছেন তাদের উপর ও বর্তায়। দেশের এহেন অবস্থা থেকে মুক্তির লক্ষ্যে ছাত্র-জনতা জীবন বাজি রেখে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বিজয় ছিনিয়ে এনেছে। এখন সময় এসেছে বাংলাদেশ কে নতুন করে গঠন করার। যেখানে রাষ্ট্রের কোন স্তরে থাকবে না বৈষম্য। দরিদ্র অসহায় মানুষ বঞ্চিত হবে না সুচিকিৎসা থেকে। হেনস্থার শিকার হবে না কোন চিকিৎসক। তাই কাংখিত বাংলাদেশ গঠনে মেধাবীদের কে স্ব-স্ব অবস্থান থেকে ভূমিকা পালন করে এগিয়ে আসতে হবে। ন্যাশনাল ডক্টরস ফোরাম কক্সবাজার জেলা আয়োজিত চিকিৎসক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এনডিএফ কক্সবাজার জেলা সভাপতি ডা. শাহ আলমের সভাপতিত্বে ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনডিএফের সেক্রেটারি জেনারেল প্রফেসর ডা. মাহমুদ হোসেন, জেলা উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। প্রধান অতিথি আরো বলেছেন, চিকিৎসা পেশা একটি মহান কাজ। যে কেউ চাইলেই চিকিৎসক হতে পারে না। মহান আল্লাহ যাকে বাছাই করেছেন শুধু মাত্র তিনিই চিকিৎসা বিজ্ঞান আয়ত্ত্ব করতে পারেন। সুতরাং আল্লাহ প্রদত্ত এই সুযোগ কে সর্বোচ্চ কাজে লাগিয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। দেশে চিকিৎসার ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য ও নৈরাজ্য দূরীকরণে এনডিএফকে আরো কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি চিকিৎসকদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে মানবতার হৃদয়ের নায়ক হওয়ার আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ একেএম ফজলুল হক, চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ এটিএম রেজাউল করিম প্রমুখ।

ন্যাশনাল ডক্টরস ফোরামের কক্সবাজারের সম্মেলনে জেলায় কর্মরত সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে এম ডি এফ এর চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত

আলোকিত বাংলাদেশ গঠনে মেধাবীদের স্ব-স্ব অবস্থান থেকে অবদান রাখতে হবে”

আপডেট সময় ০৪:১৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

২৪ সেপ্টেম্বর ২০২৪

কক্সবাজারে এম ডি এফ এর চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত “আলোকিত বাংলাদেশ গঠনে মেধাবীদের স্ব-স্ব অবস্থান থেকে অবদান রাখতে হবে”

এনডিএফ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ১৮ কোটি মানুষের বাংলাদেশ। এদেশের মাটি ও মানুষের ঘাম ও রক্তের বিনিময়ে বাংলাদেশ অপার সম্ভাবনা নিয়ে হাতছানি দিয়ে যাচ্ছে। দুর্নীতিবাজ, অসৎ নেতৃত্ব ও দলীয় লেজুড়বৃত্তির কারণে স্বাধীনতার তিপান্ন বছরেও বাংলাদেশর সম্ভাবনা কে আমরা ফুটিয়ে তুলতে পারিনি। যার দায় রাজনীতিবিদদের পাশাপাশি দেশের বিভিন্ন সেক্টরে যারা কাজ করছেন তাদের উপর ও বর্তায়। দেশের এহেন অবস্থা থেকে মুক্তির লক্ষ্যে ছাত্র-জনতা জীবন বাজি রেখে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বিজয় ছিনিয়ে এনেছে। এখন সময় এসেছে বাংলাদেশ কে নতুন করে গঠন করার। যেখানে রাষ্ট্রের কোন স্তরে থাকবে না বৈষম্য। দরিদ্র অসহায় মানুষ বঞ্চিত হবে না সুচিকিৎসা থেকে। হেনস্থার শিকার হবে না কোন চিকিৎসক। তাই কাংখিত বাংলাদেশ গঠনে মেধাবীদের কে স্ব-স্ব অবস্থান থেকে ভূমিকা পালন করে এগিয়ে আসতে হবে। ন্যাশনাল ডক্টরস ফোরাম কক্সবাজার জেলা আয়োজিত চিকিৎসক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এনডিএফ কক্সবাজার জেলা সভাপতি ডা. শাহ আলমের সভাপতিত্বে ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনডিএফের সেক্রেটারি জেনারেল প্রফেসর ডা. মাহমুদ হোসেন, জেলা উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। প্রধান অতিথি আরো বলেছেন, চিকিৎসা পেশা একটি মহান কাজ। যে কেউ চাইলেই চিকিৎসক হতে পারে না। মহান আল্লাহ যাকে বাছাই করেছেন শুধু মাত্র তিনিই চিকিৎসা বিজ্ঞান আয়ত্ত্ব করতে পারেন। সুতরাং আল্লাহ প্রদত্ত এই সুযোগ কে সর্বোচ্চ কাজে লাগিয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। দেশে চিকিৎসার ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য ও নৈরাজ্য দূরীকরণে এনডিএফকে আরো কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি চিকিৎসকদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে মানবতার হৃদয়ের নায়ক হওয়ার আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ একেএম ফজলুল হক, চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ এটিএম রেজাউল করিম প্রমুখ।

ন্যাশনাল ডক্টরস ফোরামের কক্সবাজারের সম্মেলনে জেলায় কর্মরত সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।