শতাব্দী’র সীরাত কনফারেন্স, পুরস্কার বিতরণ, কাওয়ালি ও সাংস্কৃতিক সন্ধ্যা ৪ অক্টোবর
- আপডেট সময় ০৩:০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- / ৫৫ বার পড়া হয়েছে
৩ অক্টোবর ২০২৪, নিজস্ব সংবাদদাতা:
কক্সবাজারের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন শতাব্দী সাংস্কৃতিক সংসদের উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত সিরাত কনফারেন্স, পুরস্কার বিতরণ, কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যা ৪ অক্টোবর ২০২৪ জুমাবার বিকাল তিনটায় কক্সবাজার পাবলিক হলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক গবেষক দেশীয় সাংস্কৃতিক সংসদের আহ্বায়ক ডক্টর আ জ ম ওবাইদুল্লাহ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক ডক্টর আ ক ম আব্দুল কাদের, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারী। সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক, গবেষক ও সুরকার ডঃ চৌধুরী আব্দুল হালিম। সভাপতিত্ব করবেন শতাব্দী সাংস্কৃতিক সংসদের আহ্বায়ক আল আমীন মোহাম্মদ সিরাজুল ইসলাম।