ঈদগড় ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে জেলা আমীর আনোয়ারী
সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের পাশে থাকুন
- আপডেট সময় ০৯:০০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
- / ৩২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সকল দিক দিয়ে স্বাবলম্বী। দেশের প্রাকৃতিক, মৎস্য ও বনজ সম্পদ এদেশের সম্ভাবনা কে আগলিয়ে রেখেছে। শুধুমাত্র সৎ ও দেশপ্রেমিক এবং খোদা ভীরু নেতৃত্বের অভাবে বার বার বাংলাদেশ হোঁচট খাচ্ছে। যার কারণে দেশের মানুষের কাংখিত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হচ্ছে না। এহেন পরিস্থিতি থেকে উত্তোরণে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তাই সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে দেশের মানুষ কে জামায়াতের সাথে থাকার জন্য জেলা আমীর আহ্বান জানান। ঈদগড় ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসাইন, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সেলিম উল্লাহ জিহাদী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা মজলিসে শূরা সদস্য ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা শহিদুল আলম বাহাদুর। চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ সভাপতি রফিক বশরী, স্থানীয় জামায়াত নেতা মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।