কক্সবাজারে ভূমি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় উপদেষ্টা
জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতা মূলক ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
- আপডেট সময় ০২:০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
- / ১৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
অদ্য ০৬ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখ শহিদ সুভাষ হল, কক্সবাজার ইন্সটিটিউট ও পাবলিক লাইব্রেরিতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং জেলা প্রশাসন, কক্সবাজার এর যৌথ উদ্যোগে কক্সবাজার সমুদ্র সৈকত ও শহর পরিষ্কার -পরিচ্ছন্ন রাখা, ডেঙ্গু প্রতিরোধ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ. এফ. হাসান আরিফ, মাননীয় উপদেষ্টা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বেগম নাসরীন জাহান, সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, জনাব আবু তাহের মুহাম্মদ জাবের, প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, জনাব মুহাম্মদ রহমত উল্লাহ, পুলিশ সুপার, কক্সবাজার।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সালাহ্উদ্দিন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কক্সবাজার।