রত্না পালং ইউনিয়নে সহযোগী সদস্য সম্মেলনে জেলা আমীর আনোয়ারী
আ’লীগ গণতন্ত্র চর্চার পথ বন্ধ করে দেশে বিভেদ ও বৈষম্য সৃষ্টি করে রেখেছিল
- আপডেট সময় ০৯:৫৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
- / ২৬ বার পড়া হয়েছে
সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, আ’ লীগ আর গণতন্ত্র কখনো এক সাথে চলতে পারেনি। স্বাধীনতা পরবর্তী আ’ লীগ দেশ পরিচালনার করতে গিয়ে দেশের সকল রাজনৈতিক দল ও সংবাদ মাধ্যম বন্ধ করে দিয়েছিল। এক নেতার এক দেশ স্লোগানের আলোকে দেশে পরিবার ও দলীয় লোকজন যখন- তখন যা ইচ্ছা তা করেছিল। দেশে নূন্যতম গণতান্ত্রিক অধিকার চর্চার কোন সুযোগ ছিল না। একইভাবে বিগত সাড়ে পনেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার দেশের মানুষকে জিম্মি করে গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার ও আইনের শাসন কে তোয়াক্কা না করে ফ্যাসিবাদ কায়েম করেছিল রেখেছিল। আ’লীগের এহেন ভূমিকার কারণে দেশের সকল সেক্টরে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। বিভেদ ও বৈষম্যের সীমা অতিক্রম করে ফেলেছিল। যা দেশবাসী ও জনতা রুখে দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছে। এখন সুযোগ এসেছে জনগণের সরকার ও গণতন্ত্র কায়েমের। তিনি জন মানুষকে সেই সুযোগ কাজে লাগিয়ে আগামী দিনে বিভেদ ও বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর সাথে থাকার জন্য আহ্বান জানান। ২৩ নভেম্বর বিকেলে উখিয়া উপজেলা রত্না পালং ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় জামায়াত নেতা মোহাম্মদ হাসেম সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, নায়েবে আমীর মাওলানা নূরুল হক, সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, বায়তুল মাল সেক্রেটারি মাওলানা মনসুর আলম, ইউনিয়ন সভাপতি মাস্টার মোহাম্মদ হাশেম প্রমূখ।