কক্সবাজার ০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
হলদিয়া পালং জামায়াতের সহযোগী সদস্য সম্মেলনে জেলা আমীর আনোয়ারী 

ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে সজাগ থাকুন

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১১:১৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • / ২৩ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, ফ্যাসিস্ট আ’লীগ পতনের পর দেশের মানুষ যখন স্বস্তির সাথে নতুন বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে এসেছে, তখনই পতিত আ’লীগ ও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে। বিভিন্ন দাবি-দাওয়া ও উস্কানি দিয়ে অন্তর্দাহমূলক কর্মকাণ্ড সংঘটিত করে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে। দীর্ঘ পনেরো বছর সত্যিকার অর্থে যারা বৈষম্য ও জুলুমের শিকার হয়েছেন তারা যথাযথ মাধ্যমে সরকারের নিকট দাবি দাওয়া পেশ করতে কারো কোন আপত্তি নেই। কিন্তু একটি চক্র আ’লীগের মদদ ও অর্থায়নে পুষ্ট হয়ে দেশে আবারও ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা সকল দেশপ্রেমিক নাগরিক, ছাত্র -জনতা ও মজলুম মানবতাকে দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। তরুণ প্রজন্মের রক্তে রাঙানো বাংলাদেশে আর কোন স্বৈরাচার ও ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা আসতে দেওয়া হবে না। সম্মিলিত শক্তির মাধ্যমে মোকাবেলা করে আমরা বাংলাদেশ কে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত ও স্বাধীনচেতা জাতি গড়ে তুলব। জামায়াতে ইসলামী এক্ষেত্রে দায়িত্বশীল ও অগ্রনী ভূমিকা পালন করবে।

২৫ নভেম্বর হলদিয়া পালং ইউনিয়ন ২ নং ওয়ার্ড শাখা আয়োজিত সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় জামায়াত নেতা মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, নায়েবে আমীর মাওলানা নূরুল হক, সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, হলদিয়া পালং ইউনিয়ন সভাপতি হাফিজ মাওলানা আবুল হোছাইন, উপজেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, স্থানীয় জামায়াত নেতা মাওলানা রহমত উল্লাহ, মিজানুল হক চৌধুরী, শ্রমিক নেতা শাহ আলম, নূরুল আবছার ও আতিকুল হক সিকদার প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হলদিয়া পালং জামায়াতের সহযোগী সদস্য সম্মেলনে জেলা আমীর আনোয়ারী 

ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে সজাগ থাকুন

আপডেট সময় ১১:১৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

সংবাদ বিজ্ঞপ্তি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, ফ্যাসিস্ট আ’লীগ পতনের পর দেশের মানুষ যখন স্বস্তির সাথে নতুন বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে এসেছে, তখনই পতিত আ’লীগ ও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে। বিভিন্ন দাবি-দাওয়া ও উস্কানি দিয়ে অন্তর্দাহমূলক কর্মকাণ্ড সংঘটিত করে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে। দীর্ঘ পনেরো বছর সত্যিকার অর্থে যারা বৈষম্য ও জুলুমের শিকার হয়েছেন তারা যথাযথ মাধ্যমে সরকারের নিকট দাবি দাওয়া পেশ করতে কারো কোন আপত্তি নেই। কিন্তু একটি চক্র আ’লীগের মদদ ও অর্থায়নে পুষ্ট হয়ে দেশে আবারও ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা সকল দেশপ্রেমিক নাগরিক, ছাত্র -জনতা ও মজলুম মানবতাকে দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। তরুণ প্রজন্মের রক্তে রাঙানো বাংলাদেশে আর কোন স্বৈরাচার ও ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা আসতে দেওয়া হবে না। সম্মিলিত শক্তির মাধ্যমে মোকাবেলা করে আমরা বাংলাদেশ কে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত ও স্বাধীনচেতা জাতি গড়ে তুলব। জামায়াতে ইসলামী এক্ষেত্রে দায়িত্বশীল ও অগ্রনী ভূমিকা পালন করবে।

২৫ নভেম্বর হলদিয়া পালং ইউনিয়ন ২ নং ওয়ার্ড শাখা আয়োজিত সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় জামায়াত নেতা মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, নায়েবে আমীর মাওলানা নূরুল হক, সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, হলদিয়া পালং ইউনিয়ন সভাপতি হাফিজ মাওলানা আবুল হোছাইন, উপজেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, স্থানীয় জামায়াত নেতা মাওলানা রহমত উল্লাহ, মিজানুল হক চৌধুরী, শ্রমিক নেতা শাহ আলম, নূরুল আবছার ও আতিকুল হক সিকদার প্রমুখ।