নবগঠিত জেলা জামায়াতের কর্মপরিষদের অধিবেশন অনুষ্ঠিত
- আপডেট সময় ০৬:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
- / ৩৪ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার নবগঠিত কর্মপরিষদের প্রথম অধিবেশন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াতুল্লাহ, আল আমীন মু. সিরাজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, দিদারুল আলম, অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, মাওলানা শফিউল হক জিহাদী, আখতার আহমদ, অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, জাকির হোসাইন, আব্দুল্লাহ আল ফারুক ও অধ্যক্ষ নুরুল হোসাইন সিদ্দিকী। অধিবেশনে সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেছেন, নতুন সেশনে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ আমাদের সামনে এসেছে। এই সুযোগ সৃষ্টিতে আমাদের তরুণ ছাত্র -জনতা যে ত্যাগ ও অবদান রেখেছেন আমরা তা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং যারা আহত হয়ে এখনো হাসপাতাল, বাসা বাড়িতে কাতরাচ্ছেন তাদের জন্য সহমর্মিতা প্রকাশ করছি। মহান আল্লাহর কাছে আমরা দোয়া করি সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন ১৭ কোটি মানুষের জন্য নিরাপদ, শান্তি ও সমৃদ্ধির জনপদে পরিণত হয়। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ও দেশ – বিদেশে অবস্থানরত তার দোসররা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন আমরা তাকে সাধুবাদ জানায়। আসুন দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে, এই দেশের মাটি ও মানুষের কল্যাণে আমরা এক যোগে কাজ করি।
অধিবেশনে নবগঠিত কর্মপরিষদ সদস্যদের মাঝে দায়িত্ব বন্টন ও বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।