মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত
- আপডেট সময় ১২:৩৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / ২০ বার পড়া হয়েছে
সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহরের উদ্যোগে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা সাধারণ সম্পাদক রাশেদুল হকের সভাপতিত্বে ১৪ ডিসেম্বর রাত ৯টায় হাসপাতাল সড়কস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার সহ-সভাপতি সাইদুল আলম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর।
আরো উপস্থিত ছিলেন প্রবীণ শ্রমিকনেতা আমীর আহমেদ, শহর সহ-সাধারণ সম্পাদক আলম মাসুদ,
অর্থ সম্পাদক বেলাল উদ্দিন, শ্রমিক নেতা নবী হোসেন, নুর হোছাইন, নুরুল আমীন, গোলাম মোস্তফা,
ফেরদৌস আলম, শহিদুল ইসলাম, আজিজ উদ্দিন দিনার, হোসনে মোবারক শাহিন প্রমুখ।
১৬ ডিসেম্বর সকাল ৯-৩০মিনিটে বড় বাজার জামে মসজিদ রোড থেকে বর্ণাঢ্য বিজয় র্যালী সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নেতৃবৃন্দ সকল জনশক্তিকে সর্বাত্মক সহযোগিতা করে গৃহীত কর্মসূচি সফল করার আহ্বান জানান।